কোটাতে এক বিখ্যাত ফিজিক্স টিচারের নাম এনভি স্যার। নিতিন বিজয়। কোটা ফ্যাক্টরি সিরিজের বিখ্যাত চরিত্র জিতু ভাইয়া কিছুটা এনভি স্যারের আদলে গড়া। ঠিক এমনই আরেকজন হলেন দিল্লির মুখার্জি নগরে বিকাশ দিব্যকীর্তি স্যার। বিকাশ দিব্যকীর্তিকে আমরা টুয়েলভথ ফেল ছবিতে তারই নিজস্ব ভূমিকায় অভিনয় করতে দেখেছি।
