টানা ১৯ দিনের লড়াই শেষ। রবিবার বেলা ১২.৫৯ নাগাদ না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এখন তিনি চিরঘুমে।

টানা ১৯ দিনের লড়াই শেষ। রবিবার বেলা ১২.৫৯ নাগাদ না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এখন তিনি চিরঘুমে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঐন্দ্রিলা পর পর অনেকবারই হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। সিপিআর দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছিল।
গত বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, নায়িকার রক্তচাপ ওঠানামা করছিল। কড়া ডোজের ওষুধ চলছে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য। চিকিৎসকরা জানিয়েছিলেন, চোখ খুলছেন না ঐন্দ্রিলা। প্রতিক্রিয়াহীন মুখ। শরীর অসাড়।
১৯৪৭ সালে প্রথম ছবিতে শিশুশিল্পী হিসাবে কাজ করেন তবস্সুম। সেই ছবিতে ছিলেন নার্গিস। ১৯৭২ সালে দূরদর্শনের জনপ্রিয় টক শো ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ সঞ্চালনা শুরু করেন।
বুধবার থেকেই আরও শারীরিক পরিস্থিতির অবনতি হয় নায়িকার। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে মঙ্গলবার জানা গিয়েছিল, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু মাথার যে অংশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উলটো দিকে রক্ত জমাট বেঁধেছে।
‘ফির হেরাফেরি’ সাফল্যের পর ‘হেরাফেরি ৩’ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিতে কারা থাকছেন, এখনও তা জানা যায়নি। তবে শেষ পর্যন্ত রাজু, শ্যাম ও বাবুভাইয়াকে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার।
গত ২ অক্টোবর স্ট্রোক হয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। প্রায় দু’সপ্তাহ ধরে ওই হাসপাতালে অভিনেত্রীর চিকিৎসা চলছে।
যে অংশে নতুন করে রক্তজমাট বেঁধেছিল তা অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
বলিপাড়ায় গুঞ্জন ছিল, আমিরকে এবার ‘চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে। পরিচালক আর এস প্রসন্ন-র এই ছবি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’-এর রিমেক বলে শোনা যাচ্ছিল। স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ আর্ন্তজাতিক পুরস্কারও পেয়েছে।
দশ ভাইবোনের পঞ্চম তিনি আর তাদের ঘেঁষাঘেঁষির সংসার। বাঙালি হাই স্কুলে পড়তে শুরু করলেও পড়ায় মন ছিল না, মন ছিল গানে। মীনা কুমারীর মতো ধ্বস্ত শৈশব তাঁর না হলেও খানিক ধ্বস্ত কৈশোরের সাক্ষী ছিলেন তিনি।
ঐন্দ্রিলার সংক্রমণের মাত্রা দেখার জন্য সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। দরকার হলে মেডিক্যাল টিম ওই সব রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে বলে খবর।
সদ্য কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। বাবা হয়েছেন রণবীর কাপুর। বলিউডের কাপুর ও ভাট পরিবারে এখন শুধুই খুশির হাওয়া।
তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ‘‘সামান্থা-নাগা দু’জনেই জানেন জুটি হিসেবে তাঁরা ভীষণ জনপ্রিয়। অন্যদিকে, নাগা নাকি সামান্থার অসুস্থতার পর নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।
২০২৩-র ১৮ ফেব্রুয়ারি শহর মাতবে অরিজিতের গানে। শো হবে ইকো পার্কে। সেই শোয়ের টিকিট কাটা যাচ্ছে এক অনলাইন সংস্থায়। এখন থেকেই শো নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।