পুরো নাম ডেম আগাথা মেরি ক্লারিসা ক্রিস্টি, যিনি আগাথা ক্রিস্টি নামে জগৎবিখ্যাত একজন ইংরেজ লেখিকা। তাঁর ৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্পের সংকলনের অনেকগুলির কেন্দ্রে থেকেছে কখনও কাল্পনিক গোয়েন্দাচরিত্র এরকুল পিয়েরো বা মিস মার্পেল। দ্য মাউসট্র্যাপ আগাথাক্রিস্টি’র একটি রহস্যনাটক। ৬ অক্টোবর ১৯৫২ সালে এই নাটকটির উদ্বোধন হয়েছিল লন্ডনের নটিংহামে থিয়েটার রয়্যালে।
