ভাইজান এখনও নাকি ঐশ্বর্যাকে ভুলতেই পারেননি। অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের। এত সবের পরেও পুরনো প্রেম মনে থেকে গিয়েছে। এমন দাবি অবশ্য ভাইজানের অনুরাগীদের। কারণ, অভিনেতার অনুরাগীরা একটা সময়ে সলমন ও ঐশ্বর্যার রসায়নে মুগ্ধ ছিলেন।শোনা যায়, সলমন ও ঐশ্বর্যার প্রেম শুরু ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকেই। সেই প্রেম নিয়ে কম চর্চাও হয়নি। সেই সময়ে ঐশ্বর্যার প্রেমে নাকি ডুবে ছিলেন ভাইজান। বিয়ের কথাও ভেবেছিলেন তিনি। যদিও এর মাঝেই ছন্দপতন হয়। তাঁদের বহু চর্চিত প্রেম ভেঙে যায়। বিয়ের পরিকল্পনা সারার পরও কেন...
