মাইকেল এঞ্জেলো থেকে আরম্ভ করে লিওনার্দো দ্য ভিঞ্চিই বলুন কিংবা আমাদের অবন ঠাকুর বা নন্দলাল বসু—সমস্ত শিল্পীরই শিল্পী হয়ে ওঠার একটা বিশেষ যাত্রা থাকে, একটা নিভৃতযাপন থাকে, ঠিক যেমন রবীন্দ্রনাথ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবনস্মৃতি'তে দক্ষিণের বারান্দায় তাঁর নিভৃতযাপনের বৃত্তান্ত বর্ণনা করেছেন, ঠিক তেমনই এক নিভৃতযাপনের কাহিনি লুকিয়ে আছে সমস্ত শিল্পীর আত্মকাহিনিতেই। এমন কতশত শিল্পীর শিল্পী হয়ে ওঠার যাত্রার কাহিনিই তো আমাদের অগোচরে থেকে যায়। সেই রকমই কিছু অগোচরে থেকে যাওয়ার কাহিনির সন্ধান করতে গিয়েই আমরা আমাদের...
