সিদ্ধার্থ গৌতম মানব জীবনের অন্যতম ব্যাধি দুঃখের মূল উৎস অনুসন্ধানে ব্রতী হন এবং দীর্ঘ তপশ্চর্যার অন্তে বোধি লাভ করে যে তত্ত্বটি আহরণ করেন তা হল প্রতীত্যসমুৎপাদতত্ত্ব। এর সাহায্যে তিনি তুলে ধরেন যে মানুষের জীবনে দুঃখ যা জরামরণ নামে খ্যাত, তা কোন আকস্মিক ঘটনা বা কোন দৈব দুর্বিপাক নয়, তা প্রকৃতপক্ষে কারণশৃঙ্খলা সঞ্জাত। অতএব, এই দুঃখের অবসান ঘটানোর জন্য গুরুকৃপা বা দেবতার অনুগ্রহের প্রয়োজন নেই, যা প্রয়োজন তা হল, দুঃখের মূল উৎস যে অবিদ্যা তার বিনাশ করা। অবিদ্যা নাশের জন্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন একান্ত প্রয়োজন।...
