২০২২-২০২৩-এর সংসদে আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী কী পরিবর্তন এল শিল্পক্ষেত্রে? পণ্যদ্রব্যের ক্ষেত্রেই বা কীসের কীসের দাম বাড়ল? জনগণের চাহিদা কি আদৌ পূরণ হল? নাকি বসন্তেই ঘনাল আষাঢ়ের মেঘ। আসুন জেনে নেওয়া যাক। নতুন কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র। পাশাপাশি শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। সুতরাং করের বোঝা কমার ফলে সস্তা হয়েছে বেশ কিছু জিনিস। দাম কমার পাশাপাশি দাম বেড়েওছে বেশ কিছু দ্রব্যের। জেনে নেওয়া যাক সেগুলি কী কী? দাম বাড়ছে ইস্পাতজাত...
