রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ট্রেনিং দিয়ে নৌবাহিনীতে চাকরি। ‘আর্টিফিশার অ্যাপ্রেন্টিস’ (এ এ) এবং ‘সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস’ (এস এস আর) এন্টিতে নিয়োগ করা হবে। শুধুমাত্র অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবেন। ট্রেনিং শুরু হবে ২০২২ সালের আগস্ট মাস থেকে।

শূন্যপদ
আর্টিফিশার অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৫০০ জন এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে ২০০০ জন।

শিক্ষাগত যোগ্যতা
আর্টিফিশার অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করা হতে হবে। অঙ্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রি বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে। তিনটি বিষয়ের প্রতিটিতে ৬০ শতাংশ করে নম্বর থাকা চাই।
সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে অঙ্ক ফিজিক্স সহ উচ্চমাধ্যমিক পাশ। অপশনাল বিষয় হিসাবে কেমিস্ট্রি বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া চাই।

বয়স বা জন্মতারিখ
০১.০৮.২০০২ থেকে ৩১.০৭.২০০৫-এর মধ্যে হতে হবে।

বেতনক্রম
ট্রেনিং চলাকালীন স্টাইপেন বাবদ ১৪,৬০০ টাকা পাওয়া যাবে। ট্রেনিং শেষে বেতনক্রম ২১,৭০০-৬৯,১০০ টাকা। এর সঙ্গে থাকছে মিলিটারি সার্ভিস পে ৫,২০০ টাকা। এক্স গ্রুপ পে আর্টিফিশার অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৩,৬০০ টাকা। এছাড়া রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। মাস্টার চিফ পেটি অফিসার-ওয়ান পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে।

দৈহিক মাপজোখ
১৫৭ সেমি উচ্চতা লাগবে। উচ্চতার সঙ্গে মানানসই ওজন ও বুকের ছাতি থাকতে হবে। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯। চশমা সহ উভয় চোখে ৬/৬। আবেদনকারীকে হতে হবে শারীরিকভাবে সুস্থ।

পরীক্ষার ধরন
উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের প্রথমে নেওয়া হবে লিখিত পরীক্ষা। তারপর দৈহিক মাপজোখ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিকেল টেস্ট।

লিখিত পরীক্ষা
লিখিত পরীক্ষায় থাকবে ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর উচ্চমাধ্যমিক স্তরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্ন করা হবে। সময় থাকবে ১ ঘণ্টা।

দৈহিক সক্ষমতা পরীক্ষার ধরন
৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ২০টি স্কোয়াট আপ (ওঠ-বস) এবং ১০টি পুশ আপ।
সবশেষে থাকবে মেডিকেল টেস্ট।

অনলাইনে আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে আপনাকেও যেতে হবে এই ওয়েবসাইটে: https://www.joinindiannavy.gov.in/

আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি স্ক্যান করে পাঠাতে হবে।
মনে রাখবেন ফটো দেওয়ার সময় ছবি যেন নীল ব্যাকগ্রাউন্ডে থাকে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করার পর সাবমিট করুন। সাবমিট করার পর এককপি প্রিন্ট নিজের কাছে রেখে দেবেন।

আবেদন শুরু ও শেষের তারিখ
২৯ মার্চ ২০২২ থেকে আবেদন চলবে ৫ এপ্রিল ২০২২ পর্যন্ত।


Skip to content