রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ডাটা এন্ট্রি অপারেটর পদে ৮৬ জন লোক নিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপ করতে জানা গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারেন৷ কম্পিউটারে এমএসওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার৷ শূন্যপদ ৮৬টি৷ চুক্তিতে চাকরি হবে, আয়ুস মন্ত্রকের অধীন অফিসে৷
 

বিজ্ঞপ্তি নং:

বিজ্ঞপ্তি নং হল: ১৩৯
 

বেতনক্রম

পারিশ্রমিক দেওয়া হবে ২১,১৮৪ টাকা।
 

পরীক্ষা ফি

পরীক্ষার জন্য লাগবে ৭৫০ টাকা।
তপশিলি, ইডব্লুএস বা বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৪০০ টাকা লাগবে৷
 

আবেদনের পদ্ধতি

আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: www.becil.com, www.becilregistration.com
 

কী কী লাগবে

বৈধ ইমেল আই ডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ছবি, ডিজিটাল সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান ফাইল লাগবে।
 

প্রার্থী বাছাই পদ্ধতি

আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। পাশাপাশি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ গ্রামার, জেনারেল অ্যাওয়ারনেস এর ওপর প্রশ্ন করা হতে পারে। প্রার্থী সফল হলে শেষে কম্পিউটার টাইপিং-এর পরীক্ষা হবে।
 

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ২২ মে, ২০২২।

এছাড়া আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।


Skip to content