ছবি: প্রতীকী।
বিশেষজ্ঞদের মত
গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানোর অভ্যাস কি আমাদের মারাত্মক কোন বিপদ ডেকে আনতে পারে? এ নিয়ে বিশেষজ্ঞদের মত কী?
আমরা যখন গাড়িতে উঠি, তখন স্বাভাবিক ভাবেই তার কাচ বন্ধ থাকে। দেখা গিয়েছে, ওই অবস্থায় গাড়ির মধ্যে কমবেশি ৪০০ থেকে ৮০০ মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়ে হয়। অন্যদিক, গাড়ি রোদে দাঁড় করানো অবস্থায় তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তা হলে এই বেঞ্জিনের মাত্রা বেড়ে ২-৪ হাজার মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের কাথায়, এই পরিমাণ বেঞ্জিনের মাত্রা আমাদের শরীরের সহ্য ক্ষমতার থেকে প্রায় ৪০ গুণ বেশি! চতুর্দিক থেকে আটকানো গাড়িতে থাকা অবস্থায় এই বেঞ্জিন শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, যা আমাদের লিভার এবং কিডনির জন্য ক্ষতিকর।
উল্লেখ্য, গাড়ির ম্যানুয়ালেও উল্লেখ থাকে বাতানুকূল যন্ত্র চালানোর আগে গাড়ির কাচ কিছুক্ষণ নামিয়ে রাখার কথা।
রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন
ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?
কেন?
বাতানুকূল যন্ত্র অন করার পর ঠান্ডা হাওয়া ছাড়া শুরুর আগে সেটি গাড়ির মধ্যে থাকা গরম হাওয়া বার করে দেয়। সেই সঙ্গে গাড়ির মধ্যে জমে থাকা বেঞ্জিনও বার করে দেয়, যা আমাদের শরীরে গেলে ক্যানসার হওয়ারও আশঙ্কা থাকে।
পঞ্চমে মেলোডি, পর্ব-৯: ‘মেরা কুছ সামান…’ গানে সুর দেওয়ার প্রস্তাবে গুলজারকে পত্রপাঠ বিদায় জানান পঞ্চম
খাই খাই: নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস
তাহলে নিরাপদে থাকতে কী করণীয়?
এক্ষেত্রে সবার আগে গাড়িতে উঠে জানলার কাচ কিছুক্ষণ নামিয়ে রাখতে হবে। ওই কাচ নামানো অবস্থাতেই বাতানুকূল যন্ত্রটি কয়েক মিনিট চালিয়ে রাখুন। তার পর কাচ বন্ধ করে গাড়ি চালু করুন, তাহলে অনেকটা সমস্যা এড়ানো যাবে।