ছবি প্রতীকী
এবার থেকে গাড়িতে যাত্রীদেরও সিটবেল্ট পরা বাধ্যতামূলক করা হল। অন্যথা মোটা টাকা জরিমানা দিতে হবে। মুম্বই প্রশাসন মোটর ভেহিকল অ্যাক্টের এই নিয়ম আগামীকাল ১ নভেম্বর বলবৎ করছে। সম্প্রতি টাটার প্রাক্তন সিইও সাইরাস মিস্ত্রির মহারাষ্ট্রে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মূলত সিটবেল্ট সংক্রান্ত সমস্যার জন্যই ওই গাড়িতে থাকা যাত্রীদের মৃত্যু হয়েছে। মুম্বই ট্রফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই মোটর ভেহিকল অ্যাক্টের এই নিয়মটি চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আকাশছোঁয়া পেট্রোলের দাম৷ বাইকের ক্ষেত্রে কীভাবে তেলের সাশ্রয় করবেন? রইল কিছু টিপস
গাড়ি পরিষ্কারে অনীহা? সাধের গাড়িকে ঝকঝকে রাখার সহজ টিপস
মহারাষ্ট্র সরকার গত ১৪ অক্টোবর মোটর ভেহিকল আইনের ১৯৪এর বি (১) ধারা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। আইনটি ২০১৯ সালের তৈরি হয়। ওই আইন অনুযায়ী, চালক ও গাড়িতে থাকা যাত্রীদের সিটবেল্ট পরা বাধ্যতামূলক। আইন না মানলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। শিন্ডে সরকার এই আইনের উপরেই নতুন আর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা সিটবেল্ট না পরলে মাথাপিছু অতিরিক্ত ২০০ টাকা করে জরিমানা দিতে হবে।