শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

গ্রীষ্ম হোক বা বর্ষা এ সময় গাড়ির একটু বেশিই যত্নের প্রয়োজন। কলকাতায় ততটা পার্কিংয়ের জায়গা নেই। তাই বেশির ভাগ ক্ষেত্রেই রাস্তার উপরেই সার ধরে গাড়ির দাঁড় করানো থাকে গাড়ি। বেশি গরম বা বর্ষায় গাড়ির চাকা, ব্যাটারি-সহ একাধিক যন্ত্রেই সমস্যা প্রায়শই দেখা দেয়। গরমে গাড়ি চালানোর সময় স্বস্তির স্বাদ নিতে আমরা এসি চালাতেই হয়। আবার বর্ষায় গাড়ি চালানোর সুবিধার জন্যও এসি-র সুইচ অন করতে হয়। তাই গ্রীষ্ম হোক বা বর্ষা কী ভাবে সাধের গাড়ির যত্নে রাখবেন রইল তারই হদিস।
 

গাড়ি অতিরিক্ত গরম হয়ে গেলে সতর্ক হতে হবে

সূর্য মধ্যগগনে থাকলে গাড়ি নিয়ে না বেরোনোই বুদ্ধিমানের কাজ হবে। গরমে গাড়ি ব্যবহার করলে গাড়ির তাপমাত্রা পরিমাপক যন্ত্রের দিকে অবশ্যই নজর রাখা দরকার। গাড়ি অতিরিক্ত গরম হয়ে গেলে কোথায়ও একটা গাড়ি রেখে কিছুটা সময় অপেক্ষা করা দরকার। সেই সঙ্গে চেষ্টা করতে হবে, এমন জায়গায় গাড়ি রাখতে হবে যেখানে গাড়ির উপর সরাসরি রোদ পড়বে না। তা না হলে গাড়িকে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে।

 

সঠিক মোটর অয়েলের ব্যবহার করতে হবে

ভালো উচ্চমানের মোটর অয়েল যেমন ইঞ্জিনকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়, তেমনই তার কার্যক্ষমতাও অনেক গুণ বাড়িয়ে দেয়। তবে শুধু মোটর অয়েল নয়, গাড়িতে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। তাহলেই দেখবেন ইঞ্জিন উচ্চমানের ক্ষমতা দেখাতে পারবে, গাড়ি সহজে গরমও হবে না।
 

সিগন্যাল বা পার্কিং গাড়ি বন্ধ রাখা ভালো

যখনই কোনও সিগন্যাল বা পার্কিং বা অন্য কোথাও গাড়ি নিয়ে দাঁড়াবেন, তখন ইঞ্জিন বন্ধ রাখুন। যতক্ষণই দাঁড়িয়ে থাকুন না কেন, এতে সামান্য হলেও তেল কম পুড়বে। আবার গাড়ির ইঞ্জিনও তুলনায় কম গরম হবে।

আরও পড়ুন:

পুরনো গাড়ি কেনার কথা ভাবছেন? কেনার আগে কী কী দেখে নিতেই হবে

একের পর এক ছবি ব্যর্থ, অভিনয় থেকে দীর্ঘ বিরতি, আমির কি এ বার অন্য পেশা বেছে নিলেন?

 

রেডিয়েটারে নজর রাখুন

ইঞ্জিন থেকে তাপ অপসারণের জন্য গাড়িতে থাকে রেডিয়েটার। কোনও কোনও ক্ষেত্রে রেডিয়েটরে ময়লা জমে যায়। আমরা তা বুঝতে পারি না। এর ফলে রেডিয়েটর ঠিক মতো তার কাজ করতে পারে না। তাই সমস্যা এড়াতে নির্দিষ্ট সময় অন্তর রেডিয়েটর পরিষ্কার করা জরুরি। আর রেডিয়েটর পরিষ্কার থাকা মানে গাড়ির ইঞ্জিনও ঠান্ডা থাকবে।
 

গাড়ির কুল্যান্ট লেভেল ঠিক আছে তো?

অনেকেই হয়তো জানে না, গাড়ি মাত্রাতিরিক্ত গরম হওয়ার অন্যতম কারণ হল কম কুল্যান্ট লেভেল থাকা। কুল্যান্ট গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই লেভেল সঠিক পরিমাণে থাকা মানে গাড়ি অতিরিক্ত গরম হবে না। তাই বিশেষত গরমকালে নিয়মিত গাড়ির কুল্যান্টের লেভেল পরীক্ষা করা জরুরি। পরীক্ষার সময় যদি দেখতে পান যে, আপনার গাড়ির কুল্যান্টের মাত্রা ধারাবাহিক ভাবে বেশ কমই রয়েছে, তাহলে ঠিক করতে গাড়ি সারানোর গ্যারেজে যোগাযোগ করুন।

আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: বাড়িতে চন্দন আছে? কমতে পারে অনেক অসুখ-বিসুখ

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বার বার ফোন আসছে? আর আসবে না, কী ভাবে মিলবে এই আকর্ষণীয় সুবিধা?

 

নিয়মিত সার্ভিসিং করছেন তো?

গাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত সার্ভিস সেন্টারে পাঠাতে হবে। নির্দিষ্ট সময় অন্তর গাড়ির স্বাস্থ্য পরীক্ষা খুবই জরুরি। অনেকেই হয়তো জানা নেই, গাড়ি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য অনেক সময়ই নানা যন্ত্রপাতি খারাপ হয়ে যায়। মনে রাখতে হবে, ঠিক আমাদের শরীরের মতোই গাড়ি নিয়মিত যত্ন নিলে সেও দীর্ঘায়ু হবে। আচমকা কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। খরচও বাঁচবে। মাথায় রাখুন, যে গাড়িতে করে আপনি ঘুরে বেড়াবেন, তার স্বাস্থ্য ভালো থাকার উপর কিন্তু আপনার ভালো থাকাও ভীষণ ভাবে নির্ভর করে!


Skip to content