শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

গাড়ি নিয়ে একেক জনের পছন্দ এক এক রকমের হয়ে থাকে। এখন নিত্যদিন ব্যক্তিগত গাড়ির চাহিদা বাড়ছে। তবে সবার পক্ষে নতুন গাড়ি কেনার সামর্থ্য থাকে না। কেউ কেউ আবার গাড়ি চালাতে শিখেই নতুন গাড়ি কিনতে চান না। সে ক্ষেত্রে তাঁরা পুরনো গাড়িকেই বেছে নিচ্ছেন। যদিও পুরনো গাড়ি কেনার আগে অবশ্যই বেশ কয়েকটি বিষয়ে খুঁটিয়ে জানা জরুরি।
 

কী কী দেখে নেবেন?

পছন্দের গাড়ির গায়ে কোনও ধরনের দাগ পড়েছেন কি না দেখে নিতে হবে। সেই সঙ্গে গাড়িতে কোথাও কোনও ফাটল আছে কি না তাও দেখে নিন। তবে শুধু বাইরে নয়, গাড়ির ভিতরেও কোথাও কোনও ফাটা বা ভাঙা আছে কি না তা দেখে নিতে হবে।

গাড়ির সর্বত্র রং ঠিক মতো রয়েছে কি না সে বিষয়েও নিশ্চিত হতে হবে।

অনেক সময়ে গাড়ির তলায় মরচে পড়ে যায়। আপনি যে গাড়িটি কেনার কথা ভাবছেন তাতে সেই রকম পরিস্থিতি হয়েছে কিনা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। গাড়ি নিয়মিত ব্যবহার হলে জল লাগলে মরচে পড়া অস্বাভাবিক নয়। কিন্তু দেখতে হবে এতে গাড়ির কতটা ক্ষতি হয়েছে। তাই ভালো করে দেখে নেওয়া দরকার।

গাড়ির সব ক’টি সিটে বসে দরজা খুলে ভালো করে দেখে নিতে হবে। সেই সঙ্গে ভালো করে দেখে নিন সিট নোংরা কি না বা সিটের ফোম ছেঁড়া গিয়েছে কি না।

অবশ্যই যাচাই করে দেখে নিতে হবে সিট বেল্ট, এয়ার ব্যাগ ঠিক আছে কি না।
আরও পড়ুন:

গাড়িতে উঠেই কি বাতানুকূল যন্ত্রটি চালিয়ে দেন? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বার বার ফোন আসছে? আর আসবে না, কী ভাবে মিলবে এই আকর্ষণীয় সুবিধা?

দেখে নিতে হবে গাড়ির স্টিয়ারিংয়ের ফাংশনও।

গাড়ি দেখার সময় অভিজ্ঞ কেউকে নিয়ে যান, যিনি দীর্ঘ দিন ধরে গাড়ি চালিয়েছেন। ইঞ্জিন, টায়ার ভালো করে পরীক্ষা করে দেখে নিন। সেই সঙ্গে জেনে নিন কত বার টায়ার বদলানো হয়েছে। কত বার গাড়ির সার্ভিসিং হয়েছে সে সম্পর্কে জানতে কাগজপত্র দেখে নিন। গাড়ি কত কিলোমিটার চলেছে সেটাও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২: চলমান সুন্দরবন

দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর

যে গাড়ি কিনছেন তার সব ধরনের কাগজপত্র ভালো করে খুঁটিয়ে দেখে নিতে হবে। কত বার ঠিক কী কী কারণে জরিমানা দিতে হয়েছে, জরিমানা বা কর বাকি আছে কি না তাও জানতে হবে। গাড়ির বিরুদ্ধে কোনও কেস হয়েছে কি না তাও জানুন। দেখে নিন বিমা ও দূষণের সার্টিফিকেটও।

এই সমস্ত বিসয়গুলি ঠিক থাকলে তবেই গাড়ি কেনা নিরাপদ। তবে গাড়ি কেনার আগে নিজে গাড়ি চালানো শিখে লাইসেন্স নিন। সব সময় মনে রাখা দরকার, গাড়ি আপনাকেও বেশ যত্নে রাখতে হবে, তবেই না ও ভালো থাকবে।

Skip to content