শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটলো। বাজারে আসতে চলেছে নতুন ধরনের গাড়ি। ইতিমধ্যেই নিজেদের তৈরি গাড়ির পেটেন্ট চেয়ে আবেদন কয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। শীঘ্রই বাজারে একটি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি নিয়ে আসছে অ্যাপল। পেটেন্ট বলছে, আধুনিক সংস্করণে তৈরি এই গাড়িটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে। এটি চালানোর জন্য কোনও চালকের দরকার হবে না।
এরকম নতুন ধরনের গড়ি তৈরিতে একাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আধুনিক প্রযুক্তির পাশাপাশি একাধিক সেন্সরও থাকতে চলেছে এই গাড়িতে। জানা গিয়েছে, এই সেন্সরগুলোকে কাজে লাগিয়েই রাস্তার মাপ ও যানজট বুঝবে গাড়ি। শুধু তাই নয় এই নতুন ধরনের গাড়িতে থাকছে আরও চমক। পেট্রোল-ডিজেলের মতো জ্বালানিতে নয়, এই গাড়ি চলবে বৈদ্যুতিক মাধ্যমে। অর্থাৎ, এই গাড়ি বিদ্যুৎচালিত হতে চলেছে। এতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যটারি।
এছাড়াও, গাড়িতে থাকবে না কোনও জানলা। তবে, জানলা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ করছেন না নেটাগরিকদের একাংশ। প্রস্তাবিত নকশা অনুযায়ী, গাড়িতে জানলা না থাকলেও ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রীরা। অ্যাপেল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের সমস্যা কমাতেই তাঁদের এই পদক্ষেপ।

Skip to content