শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এখন অনেকেই নগদে লেনদেন ছেড়ে এখন অনলাইন লেনদেনে স্বচ্ছন্দ। তবে ইউপিআই-এর মাধ্যমে লেনদেনে খরচ বাড়ছে। এবার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নিয়মে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। তবে খরচটা ক্রেতার না বিক্রেতার, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সবটাই এখন প্রস্তাবের স্তরে রয়েছে।
জানা গিয়েছে ফোন পে, জিপে, কিংবা অন্য কোনও সংস্থার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেনে নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে। এ প্রসঙ্গে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, যাঁরা ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করবেন, তাঁদেরই শুল্কবাবদ এই অতিরিক্ত টাকা দিতে হবে। আগামী ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে।
আরও পড়ুন:

৪১ বছর বয়সে ৫০০ সন্তানের বাবা! ‘এবার অনুগ্রহ করে ওকে থামতে বলুন’, আদালতে আর্জি উদ্বিগ্ন মায়ের

খাওয়ার পরিমাণে রাশ টেনে রোগা হতে চান? তাহলে মেনে চলুন কয়েকটি কথা

শুল্কের পরিমাণ নির্ধারিত হবে টাকার পরিমাণের উপর। লেনদেনের অর্থের উপর ১.১ শতাংশ হারে ধার্য হবে শুল্ক। যদিও অনলাইনে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালে, অতিরিক্ত খরচ করতে হচ্ছে না। মূলত ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যাঁরা অনলাইন মাধ্যমে টাকা নেন, তাঁদেরই অতিরিক্ত টাকা গুনতে হবে।
আরও পড়ুন:

৫ ব্যায়ামে থাইরয়েডের সমস্যার সহজ সমাধান

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা! এর বিশেষত্ব কী?

এনপিসিআই বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—শিক্ষা, টেলিকম ও পোস্ট অফিসের ক্ষেত্রে টাকার অঙ্কের ০.৭ শতাংশ ইন্টারচেঞ্জ ফি কার্যকর হবে। ০.৯ শতাংশ ফি লাগবে সুপারমার্কেটের ক্ষেত্রে। সরকার, বিমা, রেল ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি লাগবে ১ শতাংশ। জ্বালানি এবং কৃষিক্ষেত্রে লাগবে যথাক্রমে ০.৫ শতাংশ এবং ০.৭ শতাংশ। তবে ২ হাজার টাকার লেনদেনের ক্ষেত্রেই ফি দিতে হবে।

নতুন নিয়ম ঘিরে বিতর্ক এবং বিভ্রান্তি দেখা দিয়েছে। এদিকে, এনপিসিআই বিবৃতি দিয়ে জানিছে, সাধারণ গ্রাহকদের চিন্তার কিছু নেই। নতুন নিয়ম শুধু কার্যকর হবে মার্চেন্ট ইউপিআইয়ের ক্ষেত্রেই।

Skip to content