টুইটার, অ্যামাজন, গুগল, ফেসবুকের পর এ বার মাইক্রোসফট! ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত বহুজাতিক সংস্থা মাইক্রোসফট নতুন বছরের শুরুতে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত সরকারি ভাবে এ নিয়ে কিছু জানায়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্লুমবার্গ সম্প্রতি মাইক্রোসফটের এই কর্মীকে ছাঁটাইয়ের খবরটি প্রকাশ্যে এনেছে।
এ নিয়ে সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, সারা বিশ্বে সংস্থার মোট কর্মী সংখ্যা প্রায় ২ লক্ষ। এই যাত্রায় মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশকে ছাঁটাইয়ের পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। এও জানা গিয়েছে, সংস্থার এই সিদ্ধান্তে মূলত কোপ পড়বে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে।
আরও পড়ুন:
রাজ্যে মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস? কোন কোন এলাকায় বর্ষণ হতে পারে? কী জানিয়েছে হাওয়া দফতর
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-২: এই প্রথম বার মনে হল জীবন কঠিন হতে চলেছে, তাই মনে মনে প্রস্তুত হতে শুরু করলাম
মাইক্রোসফ এর আগে কর্মী ছাঁটাই করেছিল। সে বার ২০২২ সালেও ১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সংস্থার প্রায় ১ শতাংশ কর্মী কাজ খুইয়েছিলেন। কিন্তু এর আগে মাইক্রোসফট এককালীন এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করেনি। ব্রিটেনের স্কাই নিউজ রিপোর্ট বলছে, এ বার মাইক্রোসফট মোট ৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ, মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension
বাড়িতে গোলাপ, পিটুনিয়া লাগিয়েছেন? ফুলগাছের কী ভাবে যত্ন নেবেন, কী সার দেবেন?
প্রসঙ্গত, অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি ফের কর্মী সঙ্কোচন করার কথা ঘোষণা করেন। সংস্থাটি গত বছরই প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। ইতিমধ্যে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। টুইটারের নতুন মালিকানা ধনকুবের ইলন মাস্ক সংস্থার ৫০ শতাংশ কর্মীকে পদত্যাগে বাধ্য করেন।