ছবি প্রতীকী। সংগৃহীত।
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-এ বাজেট বক্তৃতায় ঘোষণা করেছিলেন। তাঁর সেই ঘোষণা মতো মহিলাদের জন্য নতুন অর্থবর্ষ থেকে একটি বিশেষ আমানত প্রকল্পের সূচনা করা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্প চালু নিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করে। তার পরে মহিলাদেরই জন্য স্বল্পমেয়াদি আমানতের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছে।
জানানো হয়েছে, ১ লক্ষেরও বেশি ডাকঘরে ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্পের মাধ্যমে অর্থ লগ্নির পরিষেবা শুরু করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ বা ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পে মহিলারা সাড়ে ৭ শতাংশ সুদ পাবেন ২ বছরের আমানতের উপর। এই প্রকল্পের সুবিধা শুধু মহিলারাই পাবেন। যদিও অভিভাবকরা চাইলে তাঁদের নাবালিকা কন্যার নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন:
গিয়েছিলেন নিজের জন্য পাত্রী দেখতে, মনে ধরল হবু শাশুড়িকে, রাতেই চুপিসাড়ে বাড়ি ছাড়লেন দু’জনে!
সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে
‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা লগ্নি করা যাবে। তবে অর্থের প্রয়োজন হলে প্রলল্পের মেয়াদ শেষের আগে তোলা যাবে আংশিক আমানত। ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্পে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যাবে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৩০: দিনের পরে দিন গড়ে যায় ‘বিধিলিপি’
ষাট পেরিয়ে: সুস্থ বার্ধক্যের চাবিকাঠি পুষ্টি/২
সরকারি সূত্রের জানা গিয়েছে, এই প্রকল্পে ডাকঘরে ক্ষুদ্র সঞ্চয়ে আমানতকারী মহিলারা উপকৃত হবেন। এই প্রকল্প আরও বিনিয়োগ আকর্ষণ করবে। নরেন্দ্র মোদী সরকারের ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপ মূলত মহিলাদের আর্থিক ক্ষমতায়নের উদ্দেশ্যেই করা হয়েছে। তবে এই প্রকল্পে লগ্নির সময়সীমা আগামী ২ বছরের জন্য সীমাবদ্ধ করার প্রশ্ন উঠেছে। বিরোধীদের একাংশের আভিযোগ, ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই প্রকল্প চালু করেছে মোদী সরকার।