বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আপনার প্যান কার্ডের তথ্য দিয়ে অন্য কোনও ব্যক্তি লোন নিয়েছেন, অথচ আপনি তার ঘুণাক্ষরেও টের পাননি। বুঝতে পারলেন তখন যখন ওই ব্যক্তি লোনের মাসিক কিস্তি জমা দেননি। বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে ইন্ডিয়াবুলস (Indiabulls) নামে একটি ঋণদাতা সংস্থা। এটির ফিনটেক প্ল্যাটফর্ম ধানি (Dhani) অ্যাপটিকে ঘিরেই যত বিতর্ক। কোনও প্রকার গ্যারান্টি ছাড়াই পারসোনাল লোন দেয় এই অ্যাপ। এই ধানি অ্যাপ থেকে লোন পেতে হলে আপনাকে প্যান এবং আধার কার্ডের বিশদ তথ্য দিতে হবে। সমস্যা হল, কিছু প্রতারক ব্যক্তি অন্যের প্যান ও আধার কার্ড ব্যবহার করে লোন নিচ্ছেন। হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু আপনার প্যান কার্ড দেখিয়ে কেউ লোন নেওয়া হয়নি তো! জেনে নিন এই ভাবে— ক্রেডিট স্কোর জেনারেট করে আপনি সহজেই দেখে নিতে পারেন আপনার প্যান কার্ডে কী কী লোন চলছে। সিবিল (CIBIL), একুইফ্যাক্স (Equifax), এক্সপেরিয়ান (Experian) বা সিআরআইএফ হাই মার্ক (CRIF High Mark)—এই ধরনের ক্রেডিট ব্যুরো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি এক ঝলকে দেখে নিতে পারেন আপনার নামে কোনও কী লোন আছে কি না। যদি আপনার তথ্য দেখিয়ে লোন নেওয়া হয়েছে তাহলে আপনি ধানি অ্যাপ বা ইন্ডিয়াবুলস-অভিযোগ দায়ের করতে পারেন।

Skip to content