শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গুগল পে’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এদের অ্যাপ ব্যবহার করলে মুহূর্তে লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক ও অন্যান্য ‘উপহার’ পাওয়ার সুযোগও থাকে। যদিও শুরুর দিকে ভালো ভালো অফার পাওয়া গেলেও ক্রমশ সেই সুযোগ কমতে থাকে। তবে একটু বুঝেশুনে এই অ্যাপের মাধ্যমে লেনদেন করলে সংস্থার সব ধরনের অফার সব সময়ই পাওয়া যেতে পারে। কীভাবে?
 

ক্যাশব্যাক বা উফার পেতে এগুলি মাথায় রাখুন

আকর্ষণীয় ক্যাশব্যাকের অফার পেতে চাইলে একই অ্যাকাউন্টে বারবার লেনদেন করা যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে একাধিক অ্যাকাউন্টে লেনদেন করতে হবে। কারণ, একই অ্যাকাউন্টে বারবার লেনদেনে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা কমে যায়।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর জের ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে, সরাসরি প্রভাব না পড়লেও বাংলায় কমবে শীত

খুব শীঘ্রই মিলবে প্রভিডেন্ট ফান্ডে সুদের টাকা, জানিয়ে দিল ইপিএফও

কোনও একটি অ্যাকাউন্টে নিয়মিত বড় অঙ্কের লেনদেন এরিয়ে চলুন। উলটে কম অঙ্কের লেনদেন বার বার করুন। মানে খেপে খেপে টাকা পাঠান। এতে ক্যাশব্যাকের সম্ভাবনা বাড়বে।

আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই নির্দিষ্ট অ্যাকাউন্টের গুগল পে কতটা সক্রিয় তার উপরেও ক্যাশব্যাকের ব্যপারটি নির্ভর করে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তাঁর গুগল পে অ্যাপ যদি ঠিক মতো সক্রিয় না থাকে তাহলে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ খুবই কম।

স্নানের জলে এই ৩ উপাদান ভালো করে মিশিয়ে নিন, শরীর ভালো থাকবে, ত্বকও হবে উজ্জ্বল

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

দুই অঙ্কের টাকা অর্থাৎ ১০০ টাকার নিচে টাকা পাঠালে ক্যাশব্যাক জেতার সুযোগ বেশ কম। এক্ষেত্রে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে টাকা পাঠালে আপনার ক্যাশব্যাকের সুযোগ কিছুটা হলেও বাড়বে।

Skip to content