আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁ দিকে) এবং ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা (ডান দিকে)।
ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদে বসছেন। বুধবার বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নতুন প্রেসিডেন্ট হিসাবে অজয়কে নির্বাচিত করেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গত ফেব্রুয়ায়িতে ভারতীয়-আমেরিকান অজয়কে বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন। বিশ্ব ব্যাঙ্কের কার্যনির্বাহী পরিষদ বুধবার তাতে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিয়েছে।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বসলেন। ৬৩ বছর বয়সি অজয় এর আগে ‘জেনারেল আটলান্টিক’ নামে শেয়ার লেনদেনকারী একটি সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। এছাড়াও তিনি মাস্টারকার্ডের সিইও পদ সামলেছিলেন। ভারত সরকার তাঁকে ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল।
আরও পড়ুন:
গা ছমছমে ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-১: জলের তলায় তার শরীরের কোনও অস্তিত্ব নেই!
পরিবারে কেউ ডায়াবিটিসে ভুগছেন? সুস্থ থাকতে কতটা বদল আনবেন খাদ্যাভ্যাসে
সাধারণত আমেরিকাই বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ পদাধিকারী নির্বাচন করে থাকে। আবার ইউরোপীয় ইউনিয়ন আইএমএফের ক্ষেত্রে নির্বাচন করে। আমেরিকার অর্থসচিব জ্যানেট ইয়েলেন বলেন, বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য অজয় বঙ্গাই যোগ্য প্রার্থী। বিশ্ব ব্যাঙ্কের বৃহত্তম অংশীদার আমেরিকা ভোটাধিকার ১৬.৩৫ শতাংশ। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টও মার্কিন অর্থ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন।
অজয়ের জন্ম মহারাষ্ট্রের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এমবিএ করেন আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। ‘নেসলে ইন্ডিয়া’ থেকে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। এর পর সিটি ব্যাঙ্কেও কর্মরত ছিলেন।
অজয়ের জন্ম মহারাষ্ট্রের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এমবিএ করেন আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। ‘নেসলে ইন্ডিয়া’ থেকে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। এর পর সিটি ব্যাঙ্কেও কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৮: শুঁটকি মাছে কি আদৌ কোনও পুষ্টিগুণ আছে?
সোনার বাংলার চিঠি, পর্ব-১৪: পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের গ্রামীণ জনগণ সব দিক থেকেই অনেক এগিয়ে
আমেরিকা পাড়ি দেন ১৯৯৬ সালে। ‘পেপসিকো’-তে যোগ দেন। সেখানে ১৩ বছর সিইও-সহ সংস্থার একাধিক পদ সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হন অজয়। পরে ওই সংস্থার সিইও হয়েছিলেন। এছাড়াও ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’ এবং ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’-এর মতো অলাভজনক সংস্থার সদস্যও ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা।