শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বাজেটে সুখবর নেই ধূমপায়ীদের জন্য। বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন, দাম বাড়বে সিগারেটের। এ বারের বাজেটে ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে সিগারেটের উপর।

কমবে টিভি ও মোবাইলের দাম। কারণ, যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও। দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রান্নাঘরে ব্যবহারের জন্য ইলেকট্রিক চিমনির দাম বাড়ছে। এক্ষেত্রে অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে।
বাড়তে চলেছে রুপোর দাম। কারণ, বাজেটে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে। ক্যামেরার লেন্সের দাম কমছে। এক্ষেত্রেও প্রযুক্ত শুল্ক কমানো হয়েছে। শিশুদের দেশি খেলনার উপরেও শুল্কে ছাড় দেওয়া হয়েছে। কর কমিয়ে দেওয়া হয়েছে দেশে তৈরি সাইকেলের উপরও।

এদিকে দাম বাড়ছে বিদেশি ইলেকট্রিক গাড়ির। আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও দাম কমানো হয়েছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির। অন্যদিকে, কাঁচামালের উপরও শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫: সত্যিই কি মায়ের দয়ায় পক্স হয়?

ক্লাসরুম: মাধ্যমিক ২০২৩: ইতিহাসে বেশি নম্বর পেতে অবশ্যই এই প্রশ্নগুলিকে বাড়তি গুরুত্ব দাও

হিরের গয়নার দাম কমবে। প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে হিরের উপর। তবে ইমিটেশন গয়নার দাম বাড়ছে। এই গয়নার উপর প্রযুক্ত শুল্ক বাড়ানো হয়েছে। দাম বাড়তে চলেছে প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নারও। কারণ, শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার। সোনারও কিছুটা দাম বাড়তে পারে। কারণ, সোনার উপর শুল্ক বাড়ানো হয়েছে। শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৪: সবুজের নেশায় অভয়ারণ্য/২

স্বাদে-গন্ধে: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা ক্ষীর মাধুরী

সস্তা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। অন্যদিকে, আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়ানো হয়েছে। বাজেটের পরে ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। তাই টায়ার টিউবের দাম বাড়তে চলেছে।

Skip to content