রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শিল্প দফতরের দায়িত্ব নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হওয়া পার্থের অনুপস্থিতিতে রাজনীতি মহলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ রাজ্যের শিল্প প্রোমোশন বোর্ডের সভা বসছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে শিল্প ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা।
এরকমই জল্পনার মাঝে বৃহস্পতিবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আচমকা মন্ত্রিসভা থেকে সরিয়েই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, তৃণমূলের একাংশের কথায়, ২০২১ সালে মন্ত্রিসভা গঠনের সময় শিল্পমন্ত্রী পদে পার্থকে দলের একাংশ চাননি। সেই সময় মুখ্যমন্ত্রী সব দিক ভেবে শিল্প দফতরের দায়িত্ব পার্থকে দিয়েছিলেন। কিন্তু এ বছরই রাজ্যের শিল্প প্রোমোশন বোর্ড পুনর্গঠন করা হয়। সিদ্ধান্ত হয় এই বোর্ড শিল্প দফতরের মাথায় থাকবে। আর শিল্প প্রোমোশন বোর্ডের সভাপতি হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এখানে শিল্পমন্ত্রী কেবল বোর্ডের সদস্য মাত্র। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি পার্থের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীই শিল্প দফতরের দায়িত্ব নেবেন? প্রশাসনিক মহলের অনুমান, আপাতত পার্থের হাত থেকে শিল্পমন্ত্রকের দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী নিতে পারেন।

Skip to content