মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ইতিমধ্যেই ফেসবুক, টুইটার-সহ একাধিক সংস্থা বহু কর্মী ছাঁটাই করেছে। এ বার সেই রাস্তায় হাঁটল অনলাইন রিটেল সংস্থা অ্যামাজন। গতকাল বুধবার সংস্থাটি ঘোষণা করেছে খুব তাড়াতাড়ি ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। এরকম একটি বড়সড় সিদ্ধান্তের নেওয়ার পিছনে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে আর্থিক মন্দাকেই সংস্থার পক্ষে দায়ী করা হয়েছে। অনলাইন রিটেল সংস্থা অ্যামাজন কর্তৃপক্ষের দাবি, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সংস্থা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
অ্যামাজনের বক্তব্য, করোনা মহামারীর সময়ে অনলাইন বাজারের চাহিদা তুঙ্গে থাকায় অনেক কর্মী নিয়োগ করা হয়েছিল। এখন আর সেই পরিস্থিতি নেই। বাজারের চাহিদা অনেকটাই হ্রাস পেয়েছে। তা সংস্থাকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে হয়েছে।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি এক বিবৃতিতে জানান, “কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নভেম্বরেই নেওয়া হয়েছে। এখন ১৮ হাজার পদ বিলুপ্ত করা হবে।” জানা গিয়েছে, এই ১৮ হাজার কর্মীর মধ্যে বেশির ভাগই ইউরোপের কর্মী রয়েছেন।
আরও পড়ুন:

মরসুমের শীতলতম দিন? বাংলা জুড়ে কড়া শীতের আমেজ, কলকাতা, দার্জিলিঙের তাপমাত্রার পারদ কত?

প্রায়শই ব্যায়াম করে বেশ ক্লান্ত হয়ে পড়েন? শরীরচর্চার পরে এই সব খাবার খেতে পারেন

অ্যান্ডি এও বলেন, “ছাঁটাই হওয়া কর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন। আমরা খুব সহজে এই সিদ্ধান্ত নিতে পারিনি।” তবে কর্মীদের অবসরকালীন সব সুবিধা দেওয়া হবে। এমনকি হারানো কর্মীদের যাতে নতুন চাকরির পেতে সুবিধা হয় সে দিকটিও দেখা হবে বলে অ্যান্ডি জানিয়েছেন। উল্লেখ্য, অ্যামাজন গত বছরের নভেম্বরই ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
আরও পড়ুন:

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত

এদিকে, গুগলও চলতি বছরে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। বিপুল সংখ্যক কর্মীদের এখন ভরসা একমাত্র গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ওপর। একাধিক গুগল কর্মী এ নিয়ে কর্তৃপক্ষকে চিঠিও লিখেছেন। তবে ব্যয়সংকোচের জন্য কর্মীকে ছাঁটাইয়ে বদ্ধপরিকর গুগল।

Skip to content