শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ফের দুঃসংবাদ। টুইটার, মেটার পর এ বার আমাজন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একটানা কয়েক মাস ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আমাজন। তাই পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের দাবি, আমাজন শীঘ্রই ১০ হাজারের বেশি কর্মীকে থেকে বিদায় জানাতে পারে। তবে শুধু কর্মী ছাঁটাই নয়, বিশেষ কিছু ক্ষেত্রে ব্যয় সংকোচেরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয় তাহলে সংস্থার ইতিহাসে এটাই সবচেয়ে বড় গণছাঁটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, গণছাঁটাইয়ে প্রথমে ‘অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট’-এর মতো যন্ত্র ভিত্তিক বিভাগগুলিতে কোপ পড়তে পারে। এও খবর, সংস্থার পক্ষ থেকে কিছু অলাভজনক বিভাগের কর্মীদের ইতিমধ্যেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। তাঁদের সংস্থারই অন্য বিভাগে সুযোগ খোঁজার ‘পরামর্শ’ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

আপাতত আর অভিনয় নয়, লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ঘোষণা আমিরের! এখন তিনি কী করবেন? দেখুন

হোয়াটসঅ্যাপে এবার নিজের সঙ্গে কথা বলে জরুরি কাজ সারুন! আসছে আকর্ষণীয় ফিচার ‘সেলফ চ্যাট’!

ওয়াকিবহাল মহলের মতে, অতিমারির সময় সাধারণ মানুষ অনলাইনে কেনাবেচা সংস্থাগুলির দিকে বেশি করে ঝুঁকেছিলেন। ফলে স্বাভাবিক ভাবে তাদের ব্যবসাও খুবই লাভজনক হয়ে উঠেছিল। তবে অতিমারি পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ায় আমাজনে কেনাকাটার হারও তুলনামূলক অনেকটাই কমে গিয়েছে।
আরও পড়ুন:

উৎসব শেষে ত্বক-চুলে ক্লান্তির ছাপ? ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন জেল্লা

কলকাতায় আরও পারদপতন, শীতের শিরশিরানি ভাব অব্যাহত বাংলা জুড়ে

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ে পথে হেঁটেছে টুইটার। ইলন মাস্কের সংস্থা টুইটারে প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি চলে গিয়েছে। এর পর ফেসবুকের মূল সংস্থা মেটা কর্মী সংকোচন করেছে। এবার একই পথে হাঁটতে চলেছে আমাজনও, এমনটাই সূত্রের দাবি।

Skip to content