মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


প্রথমে ছিল নির্বাক ছবি। তারপরে এলো টকি। সবাক চিত্রের যুগে ম্যাডান থিয়েটারের ‘জোর বরাত’ ছবিতে নায়িকারূপে প্রথম অভিনয়ের এক অদ্ভুত অভিজ্ঞতালাভ করেছিলেন কাননদেবী। গলা টেস্টের পরীক্ষার পর দৌড়ে ছুটে চলে এলেন কানন দেবী পাশের বড় ঘরে। চাকরি তো গেল। এখন কি উপায়? কিন্তু না, একটু বাদেই তিনি খবর পেলেন চাকরিতে বহাল আছেন। প্রথম নার্ভাস লিবারেলি দেখেছিল সবাই।
‘জোর বরাত’ ছবিকে কেন্দ্র করে কানন দেবীর একটা দুঃখজনক, বেদনা জনক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। একটা দৃশ্যের টেক হচ্ছিল রিহার্সাল অনুযায়ী। যথারীতি সংলাপ বলে গেলেন। ফাইনাল টেকং এর সময় হঠাৎ ছবির হিরো ইংরেজি ফিল্মের ঢঙে কানন দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। ঘটনার আকস্মিকতায় হঠাৎ বিহ্বল হয়ে পড়লেন কানন দেবী। সামলে উঠতে তার সময় লাগছিল। যখন প্রকৃতিস্থ হলেন, বিস্ময় বেদনা, অপমান, অভিমান, নিজের অসহায় অবস্থার জন্য কষ্ট, সব মিলিয়ে একটা নিষ্ফল কান্না যেন মাথায় ঘুরতে লাগলো।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩০: সত্যজিৎ ও সুচিত্রা জুটির সেই ছবি তৈরি হলে তা মাইলস্টোন হয়ে উঠতে পারতো

অমৃতলোকের পথে অধ্যাপক শ্রী অমরকুমার চট্টোপাধ্যায়

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১২: স্ট্যানলি ম্যাথুজ— একজন কিংবদন্তি, লড়াই আবেগ আর মেহনতী জনতার বন্ধু

অল্প বয়স তখন, ভাবপ্রবণতা প্রবল। তাছাড়া তিনি বাঙালি ঘরের মেয়ে। আবেগের এমন উগ্রপ্রকাশে অভ্যস্ত নন। আজ যে ঘটনা ঘটল সেইসব ভেবে তিনি অবাক হয়ে গেলেন। পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন। পরিচলক বললেন, “বললে তুমি রাজি হতে না। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্ট। অত টাচি হলে চলে? আর্টিস্টদের আরও স্পোটিং হতে হয়। সাধারণ মানুষ যা কল্পনার আনতে পারে না শিল্পীরা অনায়াসে তা পারেন বলেই না তাঁরা শিল্পী।”
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!

ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন

উত্তম কথাচিত্র, পর্ব-৩২: কি ‘উপহার’ সাজিয়ে দেব

এসব অনেক রকমের কথা গুছিয়ে জ্যোতিষবাবু কানন দেবীকে বোঝালেন। কিন্তু যাই বলুন না কেন, কানন দেবীর মনের ভার কমলো না। নিজেকে তাঁর বড়ই অপমানিত মনে হয়েছিল। নায়িকা কি তাহলে পরিচালকের হাতে খেলার পুতুল?
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৫: সারদা দাদার থেকে চিল্পিঘাটি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১: রাজার ছেলেদের রাজনীতি-কূটনীতি শেখানোর জন্যই লেখা হয়েছিল এই গ্রন্থ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০: তত্ত্বতালাশ

ছবিটি কিন্তু সুপারহিট হয়েছিল। ১৯৩১ সালের ২৭ জুন ছবিটি রিলিজ করেছিল ক্রাউন সিনেমায় (বর্তমানে যার নাম উত্তরা। যদিও সেই হলটি এখন বন্ধ হয়ে গিয়েছে)। আগামীকাল ২২ এপ্রিল কানন দেবীর জন্মদিন। কানন দেবীকে জন্মদিনের প্রাক্কালে আমার সশ্রদ্ধ প্রণাম।
* পর্দার আড়ালে (Behind the scenes) : ড. শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বিশিষ্ট অধ্যাপক ও অভিনেতা।

Skip to content