![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/mamata.jpg)
এক সময় কলকাতার বুকে ডাবল ভার্সন ছবি নির্মিত হতো নিয়মিত। নিউথিয়েটার্স-এর সময় বাংলা এবং হিন্দি দুটি ভাষাতেই ছবি হতো এই কলকাতার বুকেই। সারা ভারত জুড়ে সেই সব ছবি অত্যন্ত সমাদৃত হতো। তারপর সেক্ষেত্রে ভাঁটা নামে। আবার ষাটের দশকে একটি হিন্দি ছবির শুটিং হয়েছিল কলকাতায়। একটি ঘটনার কথা এখন তুলে ধরছি। ১৯৬৩ সালে একটি জনপ্রিয় ছবি তৈরি হয়েছিল ‘উত্তর ফাল্গুনী’। ডাঃ নীহাররঞ্জন গুপ্তের কাহিনি অবলম্বনে নির্মিত সেই ছবির চিত্রনাট্যকার পরিচালক অসিত সেন। সেখানে দ্বৈত ভূমিকায় মা ও মেয়ের চরিত্রে দেবযানী ওরফে পান্নাবাইয়ের চরিত্রে সুচিত্রা সেন এবং তাঁর মেয়ে সুপর্নার চরিত্রেও সুচিত্রা সেন। সেখানে মণীশের ভূমিকায় বিকাশ রায়। ইন্দ্রনীলের চরিত্রে দিলীপ মুখোপাধ্যায়। এই ছবি সুপারহিট হয়।
তখন এই ছবির একটি হিন্দি রিমেক তৈরি হওয়ার চেষ্টা হয় কলকাতার বুকেতে। প্রযোজক অসিত চৌধুরী। পরিচালক যথারীতি অসিত সেন। সেখানে ডাবল ভার্সানে পান্নাবাই ওরফে দেবযানী এবং কন্যা সুপর্ণার চরিত্রে অভিনয় করলেন সুচিত্রা সেন। মণীশের চরিত্রে অভিনয় করতে বম্বে থেকে এলেন অশোক কুমার। ইন্দ্রনীলের চরিত্রে ধর্মেন্দ্র। নিউথিয়েটার্স ১ নম্বর স্টুডিওতে ফ্লোর জুড়ে সাজানো হয়েছে পান্নাবাইয়ের বাড়ি। সেখানে দুজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন পান্নাবাই অর্থাৎ সুচিত্রা সেন এবং মণীশ অর্থাৎ অশোককুমার।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Agni-Sanskar.jpg)
পর্ব-১৮: উত্তম কুমারের কথা মতো শট দিতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন সুপ্রিয়া দেবী
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/English_tinglish.jpg)
Appropriate Prepositions কাকে বলে জানো কি?
অশোককুমার লক্ষ্য করলেন সুচিত্রা সেন সংলাপ মুখস্ত করতে করতে পায়চারি করছেন আর কামিজ যেটা তিনি পরে আছেন তার গলার নিচ থেকে একটি চিরকুট বের করে কি দেখছেন। দেখে নিয়ে আবার ঢুকিয়ে রাখছেন। অশোককুমারের খুব কৌতূহল হল। তিনি অসিত সেনকে জিজ্ঞাসা করলেন। অসিত সেন তখন ব্যাপারটি জানবার জন্য সুচিত্রা সেনের দ্বারস্থ হলেন। এ ছবির চিত্রনাট্যকার কিসান চন্দর। সুচিত্রা সেন তখন অকপটে বললেন এই ছবিতে যে সমস্ত কষ্ট কষ্ট উর্দু সংলাপ রাখা হয়েছে সেগুলো মুখস্থ করতে গিয়ে নিজের বাবার নামটাই ভুলে যাচ্ছি। সেই জন্যই চিরকুটে বাবার নামটা লিখে রেখে আমার কামিজের ফাঁকে রেখে দিয়েছি। ডায়লগ মুখস্ত করছি, আবার বাবার নামটা দেখছি, আবার ঢুকিয়ে রাখছি। মানে এত কষ্টকর সব সংলাপ লাগছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/Aindrila-Sharma-1.jpg)
রক্তচাপ কমে গিয়েছে, চিন্তিত চিকিৎসকরা, ৭২ ঘণ্টা পর কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা?
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/Recipe2.jpg)
ভোজবাজি এ বার বাড়িতেই, রইল লোভনীয় স্বাদের নবাবি ফিরনি-র রেসিপি
যে মানুষটা রাশভারি বলে খ্যাতি আছে সেই সুচিত্রা সেন যে এমন মজার ঘটনা ঘটাতে পারেন তা সেদিন জানা গেল। এই ঘটনার কথা স্বয়ং অসিত সেন আমাকে জানিয়েছিলেন যখন তাঁর সাক্ষাৎকার নিয়েছিলাম কলকাতা দূরদর্শনের ‘ক্লোজআপ’ অনুষ্ঠানে। তখন তিনি এই মজার ঘটনার কথাটি জানিয়েছিলেন। ‘মমতা’ ছবি সারা দেশে অত্যন্ত জনপ্রিয় ছবি হয়েছিল। সুরকার রোশনের সুরে লতা মঙ্গেসকারের গাওয়া “রহে না রহে হম” গানটি আজও সমান জনপ্রিয় হয়ে আছে।