বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


হাসপাতালের বেডে শুয়ে তসলিমা।

তসলিমা নাসরিন শল্য চিকিৎসকের ভুলেই নাকি স্থায়ী ভাবে পঙ্গু হতে চলেছেন! বুধবার ফেসবুক পোস্টে এমন কথাই জানান তিনি। তাঁর অভিযোগ, ওই শল্য চিকিৎসক কার্যত জোর করে তাঁর ‘হিপ রিপ্লেসমেন্ট’ করেছেন। আর তার ফলেই কার্যত চলচ্ছক্তিহীন হারিয়ে ফেলেছেন তিনি। লেখিকার আক্ষেপ করে বলেছেন— ‘‘এ কেমন জীবন আমাকে দেওয়া হলো! এই পঙ্গু জীবন পেতেই কি আমি প্রাইভেট হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এসেছিলাম!’’
বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে তসলিমা ‘অদ্ভুত’ সব পোস্ট করছিলেন। কখনও মরণোত্তর দেহ হাসপাতালে দান করার কথা, কখনও বা তাঁর মৃত্যু হয়েছে— এ সব কথা লিখছিলেন। তার এই সমস্ত কথা ঘিরে জল্পনাও তৈরি হয়েছিল। রবিবার রাতে তাঁর হাসপাতালে থাকার একটি ছবি পোস্ট করে বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এরপরই সোমবার আবার একটি পোস্টে তিনি লেখেন, ‘‘এক মুহূর্তে একটি মৃত্যু ঘটেছিল। সেই মৃত্যু আমার উচ্ছল উজ্জ্বল জীবনকে গ্রাস করে নিয়ে একটি স্তব্ধ স্থবির জীবন করে দিয়েছে। এই জীবনটি আমার নয়, অথচ আমারই।’’
আরও পড়ুন:

দুই বিশ্বযুদ্ধের সাক্ষী, দুনিয়ার প্রবীণতম মানুষ সিস্টার আঁদ্রে ১১৮ বছর বয়সে প্রয়াত

শীতের সাজে একঘেয়েমি? শীতকালীন উৎসবে মধ্যমণি উঠুন রকমারি জ্যাকেটেই

ওই পোস্টের পরেই অনুমান করা হয়, তিনি গুরুতর শারীরিক ভাবে অসুস্থ। বুধবার তসলিমা পরিষ্কার করে দিয়েছেন, চিকিৎসা বিভ্রাটের কারণেই পঙ্গু হতে চলেছেন তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং শল্য চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন তিনি। তসলিমা দাবি করেন, ‘হিপ ফিক্সেশান’-এর কথা বলে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তাঁকে ‘হিপ রিপ্লেসমেন্ট’-এর জন্য কাগজপত্রে সই করতে বাধ্য করান চিকিৎসক।
আরও পড়ুন:

বাড়িতে গোলাপ, পিটুনিয়া লাগিয়েছেন? ফুলগাছের কী ভাবে যত্ন নেবেন, কী সার দেবেন?

টুইটার, অ্যামাজন, গুগল, ফেসবুকের পর এ বার মাইক্রোসফট! ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পথে বিল গেটসের সংস্থা

ওই পোস্টের পরেই অনুমান করা হয়, তিনি গুরুতর শারীরিক ভাবে অসুস্থ। বুধবার তসলিমা পরিষ্কার করে দিয়েছেন, চিকিৎসা বিভ্রাটের কারণেই পঙ্গু হতে চলেছেন তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং শল্য চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন তিনি। তসলিমা দাবি করেন, ‘হিপ ফিক্সেশান’-এর কথা বলে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তাঁকে ‘হিপ রিপ্লেসমেন্ট’-এর জন্য কাগজপত্রে সই করতে বাধ্য করান চিকিৎসক।

ছবির নাম

ছবির নাম


Skip to content