রবিবার ৬ অক্টোবর, ২০২৪


নতুন রাষ্ট্রপতি হচ্ছেন শাহবুদ্দীন চুপ্পু। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন বর্ষীয়ান রাজনীতিক শাহবুদ্দীন চুপ্পু। শাহবুদ্দীন বাংলাদেশের রাজনৈতিক মহলে ‘চুপ্পুভাই’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সরকার রবিবার সকালে নতুন রাষ্ট্রপতি হিসাবে শাহবুদ্দীন চুপ্পুর নাম ঘোষণা করেছে। চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন।
প্রাক্তন মুক্তিযোদ্ধা তথা প্রাক্তন বিচারপতি শাহবুদ্দীন এখন ক্ষমতাসীন দল আওয়ামী লিগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এক সময় ‘দুদক’-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলানো শাহবুদ্দীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করেছেন। রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লিগের প্রার্থী হিসাবে শাহবুদ্দীনের নাম নির্বাচন কমিশনে দাখিল করেন। রবিবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আরও পড়ুন:

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়াবে ৫০,০০০! রাষ্ট্রপুঞ্জ বলছে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে দ্বিগুণেরও বেশি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪২: সুন্দরবনের কিছু মূল্যবান মাছ যেগুলো আজ লুপ্তপ্রায়

এখনও পর্যন্ত খবর, রাষ্ট্রপতি পদে আর কেউ মনোনয়ন জমা দিচ্ছেন না। তাই শাহবুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন। তবে কেউ মনোনয়ন জমা দিলেও শাহবুদ্দীনের জয় নিয়ে কোনও সংশয় নেই। শাহবুদ্দীন প্রধানমন্ত্রীর ‘আস্থাভাজন’ বলেই পরিচিত। হাসিনা তাঁকে আওয়ামী লিগের প্রচার এবং প্রকাশনা উপকমিটির চেয়ারম্যানও করেছিলেন।

বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে চলতি বছরের শেষে। সে কারণে দেশের রাষ্ট্রপতি পদটি গুরুত্বের বিচারে বাড়তি মাত্রা যোগ করেছে। কারণ, অর্থনৈতিক অগ্রগতি হলেও হাসিনা সরকার আগামী নির্বাচনে যাবে কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতা নিয়েই। বিরোধী পক্ষ ‘নিরপেক্ষ এবং তদারকি সরকার’-এর অধীনে নির্বাচনের দাবি তুলেছে।
আরও পড়ুন:

খাই খাই: চিতল মাছের তো খেয়েছেন, এবার চিংড়ির মুইঠ্যার স্বাদ নিন, রইল সহজ রেসিপি

হেলদি ডায়েট: কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? সুস্থ থাকতে কোন ১০টি ফল খাবেন?

বিরোধী দল বিএনপির দাবি, ভোটের ছ’মাস আগে হাসিনার সরকার পদত্যাগ করুক। তার পর ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দাবি মেনে নেবেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে রাষ্ট্রপতির ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে দিক থেকে বিচার করলে বর্ষীয়ান রাজনীতিক শাহবুদ্দীন চুপ্পুর মনোনয়ন ‘তাৎপর্যপূর্ণ’।

Skip to content