পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পছিয়ে গেল। আদালত আগামী ২ জুন আবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে। এ প্রসঙ্গে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মাহাবুবুল হাসান বলেন, আজ সাক্ষ্য গ্রহণের দিন ছিল। পরীমণি সহ তিন আসামি উপস্থিত হলেও, অন্য দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন আসেননি। তাই ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়ে দিয়ে আগামী ২ জুন করছেন।
বৃহস্পতিবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সকাল ১০টা নাগাদ স্বামী রাজকে সঙ্গে নিয়ে ঢাকার বিশেষ জজ আদালতে উপস্থিত হন। এর আগে গত ২৯ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিল বিশেষ জজ আদালত। কিন্তু সেদিন অভিনেত্রী অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিয়ে বিশেষ জজ আদালতে আবেদন করেল ১২ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন বিচারক নজরুল ইসলাম।
বৃহস্পতিবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সকাল ১০টা নাগাদ স্বামী রাজকে সঙ্গে নিয়ে ঢাকার বিশেষ জজ আদালতে উপস্থিত হন। এর আগে গত ২৯ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিল বিশেষ জজ আদালত। কিন্তু সেদিন অভিনেত্রী অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিয়ে বিশেষ জজ আদালতে আবেদন করেল ১২ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন বিচারক নজরুল ইসলাম।