শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অভিনেত্রী পরীমণি গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগেই আছে। পরীমণি অভিযোগ করেন রাজ নাকি তাঁকে শারীরিক নির্যাতন করেছেন। এ সবের মাঝে তাঁদের জীবনে আসে পুত্র রাজ্য। পত্রের কথা ভেবেই নাকি তারকা দম্পতি সব সমস্যা মিটিয়ে নেন। যদিও এর মধ্যে আবার তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রাজের ফোন থেকে গত ২৯ মে অভিনেতা নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের কিছু ব্যক্তিগত ভিডিয়ো ও ছবি ফাঁস হয়ে যায়। যদিও রাজের দাবি তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। অভিনেতা নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালেরও দাবি, রাজ সম্পূর্ণ নির্দোষ।
আমাকে ছেড়েই চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আর আমি কল্পনাও করতে চাই না যে শরিফুল রাজ আমার স্বামী। কেউ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক। আমি ওর প্রাক্তন। এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না।’’

যদিও পরীমণি তাঁর সন্তান রাজ্যের জন্য কষ্ট পাচ্ছেন। তাঁদের জন্য রাজ্য সুখী জীবন না পাওয়ার আফসোস থেকে যাবে পরীমণির।তাহলে কি রাজ-পরীর বিবাহবিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা? পরীমণি পরিষ্কার উত্তর, ‘‘ও আমাকে ছেড়েই চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আর আমি কল্পনাও করতে চাই না যে শরিফুল রাজ আমার স্বামী। কেউ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক। আমি ওর প্রাক্তন। এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না।’’

যদিও পরীমণি তাঁর সন্তান রাজ্যের জন্য কষ্ট পাচ্ছেন। তাঁদের জন্য রাজ্য সুখী জীবন না পাওয়ার আফসোস থেকে যাবে পরীমণির।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১৪: কিশোরের শুধু কণ্ঠই নয়, তাঁর অভিনয় ক্ষমতাকেও গানের নেপথ্যে সুকৌশলে কাজে লাগাতেন পঞ্চম

হেলদি ডায়েট: টক দই স্বাস্থ্যকর, তবে খাওয়ার সময় এই সব নিয়ম না মানলেই বাড়বে বিপদ

নাজিফা, তানজিন ও সুনেরাহার আঙুল রাজ ঘরণী পরীমণির দিকে। যদিও পরীমণি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অনেক জলঘোলার পরে পরীমণি মুখ খুলেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘‘আমি শরিফুল রাজের স্ত্রী, এটি আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন, আমার এটাই শুনতে ভালো লাগবে।’’ তা হলে কি পরীমণি বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিলেন?

তাহলে কি রাজ-পরীর বিবাহবিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা? পরীমণি পরিষ্কার উত্তর, ‘‘ও আমাকে ছেড়েই চলে গিয়েছে। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আর আমি কল্পনাও করতে চাই না যে শরিফুল রাজ আমার স্বামী। কেউ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক। আমি ওর প্রাক্তন। এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না।’’

যদিও পরীমণি তাঁর সন্তান রাজ্যের জন্য কষ্ট পাচ্ছেন। তাঁদের জন্য রাজ্য সুখী জীবন না পাওয়ার আফসোস থেকে যাবে পরীমণির।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: আম কাসুন্দি প্রিয়? বানানোর সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি তাঁর এবং রাজের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন। ভিডিয়ো ফাঁসের পরে অভিনেত্রী বলেন, এই ঘটনার আগেই রাজ বাড়ি ছেড়ে বেরিয়ে যান। অভিনেত্রীর বক্তব্য, রাজ আর আমার সম্পর্ক স্বাভাবিক ছিল না ‘দামাল’ ছবির মুক্তির সময় থেকেই। রাজ নিয়মিত বাড়ি থাকত না। সন্তানের প্রতিও দায়িত্ব পালন করত না।’’

কিন্তু কিছু দিন আগেই বিভিন্ন অনুষ্ঠানে অভিনেত্রীকে রাজের সঙ্গে দেখা গিয়েছে। পরীমণি তাঁর বাপের বাড়িতেও রাজকে নিয়ে যান। তা হলে সবই লোকদেখানো? পরীমণির বক্তব্য, ‘‘পুরো বিষয়টা রাজের পক্ষ থেকে লোক দেখানো। সম্প্রতি আমি হাসপাতালে থাকাকালীন রাজ আমাকে দেখতেও যায়নি। এখন আমার সঙ্গে রাজের শারীরিক ও মানসিক কোনও সম্পর্ক নেই। আমি হাসপাতালে থাকাকালীন ও সব কিছু গুছিয়ে রেখেছিল। ফলে আগে থেকেই বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত ছিল রাজ। এ ভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।’’

Skip to content