আগামী ২৯ মে কলকাতায় আসবে মৈত্রী এক্সপ্রেস। ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে প্রথম ভারত বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস তার যাত্রার সূচনা করেছিল। কিন্তু করোনার জন্য প্রায় ২৬ মাস বন্ধ ছিল এই ট্রেন পরিষেবা। ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেল দপ্তর আবার এই ট্রেন পরিষেবা শুরু করার প্রস্তাব দিয়ে ভারতীয় রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে রেল আধিকারিকরা আলোচনার পর গত ১৫ মার্চ করোনা বিধি যথাযথভাবে মেনে এই ট্রেন পরিষেবা পুনরায় চালু করার সম্মতি দিয়েছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। তাই আগামী ২৯ মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস আবার যাত্রা শুরু করবে। আগামী পয়লা জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসও ফের চালু হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।