মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


বাংলাদেশের ঢাকায় একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৪০ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। আহতদের চিকিৎসা চলছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকার দমকল বিভাগের আধিকারিক মহম্মদ মইনুদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ একটি সাততলা ভবনে আগুন লেগে যায়। বহুতলটি ঢাকার বেইলি রোডে অবস্থিত। এই সাততলা ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হত। এখানে খাবারের দোকান, পোশাকআশাক, মোবাইল এবং অন্যান্য দোকান ছিল। এর দ্বিতলে একটি বিরিয়ানির দোকান ছিল। আগুন নেভাতে মোট ১৩টি ইঞ্জিনের সাহায্য নেওয়া হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০মিনিট নাগাদ আগুন আয়ত্তে আসে। সেই বিধ্বংসী আগুন নেভানোর পরে উদ্ধারকাজ শুরু হয়।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

‘এসো মা লক্ষ্মী’ গানের গীতিকার মিল্টু ঘোষ প্রয়াত

মহম্মদ মইনুদ্দিন বলেন, সর্বপ্রথম প্রথম এবং দ্বিতলে আগুন লাগে। তার পরে আগুন ক্রমশ উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। আগুন মুহূর্তের মধ্যে নীচ থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ায় সাততলা ওই ভবনের মধ্যে অনেকে আটকে পড়েন। তাঁরা আগুন এবং ধোঁয়া থেকে বাঁচতে ছাদে বাড়ির ছাদে আশ্রয় নেন। মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ৪০ জনকে ভর্তি করা হয়েছে। শুক্রবার আবার উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়িতে বেশ কয়েকটি রেস্তরাঁ ছিল। সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, পর্ব-৩৭: সুন্দরবনের নদীবাঁধের ভবিতব্য

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। তিনি সংবাদ সংস্থা এএফপিকে জানয়েছেন, “এখনও পর্যন্ত ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সংখ্যাটি আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে।”

Skip to content