সোমবার ৭ অক্টোবর, ২০২৪


দুর্ঘটনার কবলে পড়ল ঢাকাগামী একটি যাত্রিবোঝাই বাস। রবিবার সকালে বাসটি মহাসড়কের রেলিং ভেঙে গভীর খাদে পড়ে যায়। জানা গিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০-এর বেশি। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোরে বাসটি খুলনা থেকে রওনা দেয়। গন্তব্য ছিল রাজধানী ঢাকা। ইমাদ পরিবহণের যাত্রিবোঝাই বাসটি সকাল সাড়ে সাতটা নাগাদ মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের কাছাকাছি চালক নিয়ন্ত্রণ হারান। শেষমেশ পদ্মা সেতুর আগে মহাসড়কের রেলিং ভেঙে বাসটি পাল্টি খেয়ে নীচে পড়ে দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৩: ‘তিসরি মঞ্জিল’ ছিল পঞ্চমের প্রথম অগ্নিপরীক্ষা

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৭: অ্যাকোয়াপোনিক্স প্রযুক্তির প্রয়োগে উৎকৃষ্টমানের মাছ এবং গাছ বেড়ে উঠতে পারে

তবে ওই বাসটিতে ঠিক কত জন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জন মারা গিয়েছেন। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী দল ও চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

বাস্তুবিজ্ঞান, বাস্তুবিজ্ঞান, পর্ব-১৭: সাধের বাড়ির জন্য কেমন জমি ভালো? জেনে নিন বাস্তুশাস্ত্র মতে আদর্শ জমির বৈজ্ঞানিক ব্যাখ্যা

দু’জনের মধ্যে মনের মিল থাকলেও নেই কোনও শারীরিক আকর্ষণ! তৈরি করা কি সম্ভব

ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, চালক অতিরিক্ত গতিতে বাসটি চালাচ্ছিলেন। তাই মহাসড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফরিদপুরের দমকল আধিকারিক শিপলু আহমেদ জানান, ‘‘মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির জন্য বাসের টায়ার ফেটে গিয়েছিল। তার পরেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।’’

Skip to content