সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর জেরে বাংলাদেশে সতর্কতা জারি করা হল। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায়। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি হাওয়া অফিস ট্রলার ও নৌকাগুলিকে দ্রুত মাঝসমুদ্র থেকে ফিরে আসার কথা বলেছে।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মনদৌস’ চট্টগ্রাম বন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। পাশাপাশি কক্সবাজার থেকে ১৫৯০ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ১৫৬৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। আবার পায়রা বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দূরে রয়েছে । যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে প্রভাব উপর পড়বে না বলে হাওয়া অফিস জানা গিয়েছে।
আরও পড়ুন:

অ্যালো ভেরার গুণাগুণ তো সবারই জানা, কিন্তু কী ভাবে মাখলে বেশি উপকার পাবেন জানেন কি?

ষাট পেরিয়ে, পর্ব-৭: সুস্থ বার্ধক্যের চাবিকাঠি সঠিক পুষ্টি : শেষ পর্ব

আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতের তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। শনিবার ভোরে শ্রীহরিকোটা এবং পুদুচেরির মাঝে ‘মনদৌস’ আছড়ে পড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার হতে পারে।

Skip to content