সালসাবেল ও নোবেল। ছবি: সংগৃহীত।
একের পর এক বিতর্কে জরিয়েছেন জড়িয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। সম্প্রতি তিনি এক কলেজের অনুষ্ঠানে ‘মত্ত’ অবস্থায় মঞ্চে উঠেছিলেন। বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। শ্রোতাদের সমালোচনার পাশাপাশি গায়কের স্ত্রী সালসাবেলও তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। সালসাবেল ইতিমধ্যেই নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এ বার তিনি নোবেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। গায়কের স্ত্রীয়ের, নোবেলের রোজ নাকি চার লক্ষ টাকা মূল্যের মাদক লাগে।
মাদকাসক্তি নিয়ে নোবেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই কারণেই নাকি গায়কের সঙ্গে তাঁর স্ত্রী সালসাবেলের বিচ্ছেদে। নোবেল পরিষ্কার জানিয়েছেন, নোবেল নেশা ছাড়তে রাজি নন। তার পরেই সালসাবেল সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে সালসাবেল জানিয়েছেন। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?
বিধানে বেদ-আয়ুর্বেদ: আমে কী কী পুষ্টিগুণ আছে? ফলের রাজা শরীরের লাভ না ক্ষতির কারণ? কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালসাবেল দাবি করেন, ‘‘নোবেল এক সময় নমাজ পড়ত। এমনকি, মঞ্চে ওঠার আগেও তিনি নমাজ পড়তেন। ‘সারেগামাপা’তেও ও নমাজ পড়েছে।’’ সালসাবেলের কথায়, ‘‘কী ভাবে যে নোবেলের মধ্যে এত পরিবর্তন ঘটল বুঝতে পারিনি! তবে আমি নিশ্চিত, ওর শারীরিক সমস্যা হলে মানুষই ওর জন্য প্রার্থনা করতেন। নোবেলের এই সমস্যা মানসিক। তার জন্যই ওর এই নেশা।’’ আরও বলেন, ‘‘প্রথম দিকে নোবেল একেবারেই এ রকম ছিল না। এখন তো নোবেলকে আমি চিনতেই পারছি না।’’
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫: অল্প ক্ষতি স্বীকার করে হলেও ভবিষ্যতে বড় লাভের কথা চিন্তা করা দরকার
পর্দার আড়ালে, পর্ব-৩২: মঞ্জু ও অনুভা এসে বললেন, ‘আসুন বিকাশবাবু চু-কিত-কিত খেলি’
নোবেলের সঙ্গে সালসাবেলের সম্পর্ক ছিল ‘সারেগামাপা’-র সময় থেকেই। পরে তাঁরা বিয়ে করেন। যদিও বিয়েতে পরিবারের সমর্থন ছিল না। বিয়ের কমবেশি মাস ছয়েকের মধ্যেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। সালসাবেল নোবেলের বিরুদ্ধে মাদকাসক্তির পাশাপাশি গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন।
সালসাবেলের দাবি, নোবেল। তাঁর এবং তাঁর মায়ের গায়ে হাত তুলেছেন। এর জন্য তাঁর মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। নোবেলের সঙ্গে তাঁর বাবাও সম্পর্ক ছিন্ন করেছেন বলে সালসাবেল জানিয়েছেন।
সালসাবেলের দাবি, নোবেল। তাঁর এবং তাঁর মায়ের গায়ে হাত তুলেছেন। এর জন্য তাঁর মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। নোবেলের সঙ্গে তাঁর বাবাও সম্পর্ক ছিন্ন করেছেন বলে সালসাবেল জানিয়েছেন।