শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


জামিনে মুক্তি নোবেল।

বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল ইসলাম নোবেলকে শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করেছিল। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। সোমবার বিকালে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। গায়ক পুলিশি হেফাজত থেকে বেরিয়ে ক্ষমা চাইলেন সর্বসমক্ষে।
লালমনিরহাট এবং শরীয়তপুরে কনসার্টের জন্য অগ্রিম টাকা নিলেও তিনি অনুষ্ঠানের উপস্থিত হয়নি। তার পরেই নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অনুষ্ঠান আয়োজনকারীরা। এই ঘটনাতে গায়ক নিজেই দুঃখিত করেছেন। নোবেল জানিয়েছেন, “লালমনিরহাট এবং শরীয়তপুরে কনসার্ট নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি কথা দিলাম, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও উত্তরবঙে অনুষ্ঠান করে আসব। আর যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমাঃ সকল কাজে সকল ভাবে তাঁর সান্নিধ্য অনুভব করাই প্রকৃত ভক্তের উদ্দেশ্য

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন। ১০ হাজার টাকা মুচলেকায় গায়কের জামিন মঞ্জুর হয়। নোবেলের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আনেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল মাহমুদ। তিনি নোবেলকে মাদকাসক্ত বলেছেন। তবে কিন্তু কে বা কারা নোবেলকে মাদকের জোগান দিত সে সম্পর্কে কোনও তথ্য জানাননি সালসাবিল। প্রাক্তন স্ত্রীয়ের দাবি, ‘‘গায়ক যে মাদকচক্রের সঙ্গে যুক্ত সেখানে একজন বিমানসেবিকাও রয়েছেন। নোবেলকে তিনি মাদক সরবরাহ করতেন।’’ তবে তাঁদের নাম উল্লেখ করেননি তিনি।

Skip to content