রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ -জ্বরে কাবু। তারই মাঝে ঘটল অঘটন। আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রের। নিহত নাবিল হোসেন নবম শ্রেণির ছাত্র, লক্ষ্মীপুরের রামগতিতে থাকতেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা হয়ে পড়েছে শোকস্তব্ধ।
নাবিল হোসেনের পরিবারের লোকজনের দাবি, ওই নাবালক বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। তাতেই গুরুতর জখম হয় সে। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে তড়িঘড়ি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক জানান, নাবালকের মৃত্যু হয়েছে। রামগতি থানার এক আধিকারিক জানান, সব রকম আইনি প্রক্রিয়ার শেষে নাবালকের মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

কলকাতার হাসপাতালে সন্তানের জন্ম দিল ১৩ বছরের নাবালিকা, ‘নিকু’তে রয়েছে সদ্যোজাত

প্রবল তুষারঝড়ে কাশ্মীরে মৃত্যু বাঁকুড়ার জওয়ানের, শহিদকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় গোটা গ্রাম

উল্লেখ্য, আগামীকাল ২০ নভেম্বর, রবিবার থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এই প্রথমবার কোনও মধ্যপ্রাচ্যের দেশে হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। এবারের বিশ্বকাপে রয়েছে মোট ৩২টি দেশ। প্রথম দিন আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে হবে খেলা। গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে খেলা হবে। ফাইনাল হবে আগামী ১৮ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ দেখার জন্য প্রায় মুখিয়ে রয়েছেন সকল ফুটবলপ্রেমীরা।

Skip to content