ছবি: প্রতীকী। সংগৃহীত।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যদি শরীরের ওজন তার স্বাভাবিক অবস্থা থেকে ২০ শতাংশ কমে যায় তবে তাকে ইমাসিয়েশন বলে। এই অবস্থার রকম ফেরে যদি হাড় ঝিরঝিরে লিকলিকে অবস্থায় রোগী ক্রমশ উপনীত হয় তবে তাকে ক্যাচেক্সিয়া বলে। কখনও কখনও মেরাসমাস, আন্ডার ওয়েট, স্কেলিটাল, গাউন্ট ইত্যাদি নামকরণ ও শুনতে পাওয়া যায়। এই অবস্থায় সাধারণত শরীরের মাংসপেশী শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের নিচে থাকা চর্বির মাত্রা একেবারে কমে যায়। বুকের খাঁচা বাইরে থেকে দেখা যায়। শরীর হাড় সর্বস্ব ও চক্ষু কোটরাগত হয়ে যায়।
আয়ুর্বেদে যে ৮ রকমের নিন্দিত পুরুষের কথা বলা হয়েছে, তার মধ্যে অতিকৃশ ও এক প্রকারের নিন্দিত পুরুষ অর্থাৎ এরা শারীরিকভাবে সুস্থ নয়, যে রোগের কারণে ব্যক্তির নিতম্ব বা পাছা, পেট, গলা অত্যন্ত ক্ষীণ বা শুকনো হয়ে যায়, শরীরের শিরাগুলি বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, অস্থিসন্ধিগুলি মোটা মোটা লাগে, হাত-পা সরু হয়ে যায়, সেই রোগ অতিকৃশ বলে পরিচিত হয়।
বিধানে বেদ-আয়ুর্বেদ: ওজন বেড়েই চলেছে? এই সব আয়ুর্বেদীয় বিধি বিধানগুলি মেনে চললে ওজন থাকবে নিয়ন্ত্রণে
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-১০: সাবিত্রী দেবীর ভাবনায়—রাজা, স্বপ্ন ও দেব দেউল
রোগের নিদান
এই রোগের আহারগত, বিহারগত, মানসিক ও অন্যান্য কারণগুলি আয়ুর্বেদে উল্লেখ রয়েছে।
আহারগত কারণ
বিহারগত কারণ
মানসিক কারণ
অন্যান্য কারণ
উৎপত্তির ক্রম বা সম্প্রাপ্তি
কয়েকটি রোগকে মাথায় রাখার কথা বিশেষভাবে বলা যেতে পারে। যেগুলি এই রোগের সঙ্গে সাযুজ্য রাখে, যেমন: কুপোষণ জন্য কার্শ্য রোগ, শোথ বা ফুলে যাওয়া রোগ, রাজযক্ষ্মা, অন্তঃস্রাবী গ্রন্থির বিকার, নিম্ন রক্তচাপ, জীর্ণ জ্বর বা অনেক দিন ধরে জ্বরে ভোগা, বাতব্যাধি ইত্যাদি।
চলো যাই ঘুরে আসি: উৎসব-মুখর মথুরা: জন্মাষ্টমী উপলক্ষে ব্রজভূমি দর্শন /১
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩: সুন্দরবনের গ্রামরক্ষক দেবতা আটেশ্বর
এই রোগের কিছু বিশেষ উপদ্রব
চিকিৎসা সিদ্ধান্ত
বৃংহনীয় বা পোষন কারক চিকিৎসা
সংশোধন চিকিৎসা
সংশমন চিকিৎসা
আসব বা অরিষ্ট
অশ্বগন্ধারিষ্ট, বলারিষ্ট, দ্রাক্ষাসব, সারস্বতারিষ্ট এদের যেকোনও একটি ২০ থেকে ৪০ মিলিলিটার সমপরিমাণ জল-সহ প্রত্যহ খাবারের পর দেওয়া যায়।
ঘৃত বা তৈল
অবলেহ বা পাক
বটি
রসৌষধি
শরীরচর্চা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?
দশভুজা: জীবনে যা কিছু করেছি, প্রত্যয়ের সঙ্গে করেছি: কানন দেবী/২
পথ্য