![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/ayurbed.jpg)
ছবি: প্রতীকী। সংগৃহীত।
মহিলাদের সংখ্যা কম। প্রতি এক হাজার পুরুষ মানুষের প্রায় পাঁচ থেকে আটজন পুরুষ এই সমস্যায় পর্য্যুদস্ত হয়ে থাকেন। সারা পৃথিবীতে প্রায় ৩ কোটি বয়স্ক মানুষ শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি জনিত ইউরেনারি রিটেনশন বা মূত্রত্যাগের প্রতিবন্ধকতায় ভুগে থাকেন। এই বিপুল সংখ্যায় আক্রান্ত পুরুষদের মধ্যে তিন থেকে পাঁচ শতাংশ যুবক বা মধ্য বয়স্ক। ১১ থেকে ৩৪ শতাংশ বয়স্ক। আমাদের বয়স্ক মানুষের মধ্যে একের ৩ শতাংশ প্রস্টেট বৃদ্ধিতে অংশীদার হন। তাঁদের রিটেনশন অফ ইউরিন বা মূত্রত্যাগের প্রতিবন্ধকতার কষ্ট সইতে হয়। একটি বিষয় ভীষণ লক্ষণীয় যে, ৮৫ বছরের বেশি বয়স্ক মানুষের প্রায় ৯০ জনেরই প্রোস্টেট গ্রন্থি বেড়ে থাকে।
এই প্রোস্টেট গ্রন্থি সাধারণত একজন যুবকের ক্ষেত্রে ২৫ গ্রাম হয়ে থাকে। যত বয়স বাড়ে বিশেষ করে ৪০ বা ৫০ বছরের পর থেকে এই গ্রন্থি বাড়ে। কোনও কোনও পুরুষের ক্ষেত্রে অস্বাভাবিক বেড়ে মূত্রথলির দ্বারে অবরোধ উৎপন্ন করে ফলে নানারকম শারীরিক কষ্ট উপস্থিত হয়। এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি সাধারণত বিনাইন বা অকিঞ্চিত কর হয় তাই ভয়ের কিছু নেই, চিকিৎসাযোগ্য। কিন্তু যদি তা ম্যালিগন্যান্ট বা ক্যানসারস হয় তাহলে মারাত্মক। সারা পৃথিবীতে প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষ এই প্রোস্টেট ক্যানসারে মারা যান।
আয়ুর্বেদে এই ধরনের সমস্যা মূত্রাঘাত রূপে পরিচিত। মহর্ষি চরকের মতে মূত্রঘাত ১৩ প্রকার। যেমন—
এই ১৩ রকমের মুত্রাঘাত কী কারণে হয় বা এর নিদান কি?
মলমূত্র বা অধো বায়ুর স্বাভাবিক বেগকে যদি চেপে রাখা হয়, শুক্র বেগধারণ, তীক্ষ্ণ বা কড়া ওষুধ, অন্য পানীয় গ্রহণ, মদ্যপান, শুকনো কড়াপাক খাবার, জল-কম পান করা, রাতজাগা, বেশি মৈথুন, বেশি সফর করা, বেশি ঘর্মাক্ত হওয়া, অতি পরিশ্রম, উপবাস ইত্যাদি নিদান বা কারণের উপযোগে বায়ু, পিত্ত ও কফ এই তিন দোষ বিশেষ করে বায়ু দোষ প্রকুপিত হয়ে বস্তি প্রদেশ বা মূত্রথলির জায়গায় স্থান নেয় ও মূলতঃ মূত্রথলিকে বিকৃত করে এই ধরনের ১৩ রকমের মুত্রাঘাত উৎপন্ন করে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/UTI.jpg)
বিধানে বেদ-আয়ুর্বেদ: প্রস্রাবে ব্যথা বা জ্বালা? মূত্রনালিতে সংক্রমণ? প্রতিকার আছে আয়ুর্বেদে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/old-car2.jpg)
পুরনো গাড়ি কেনার কথা ভাবছেন? কেনার আগে কী কী দেখে নিতেই হবে
মূত্রাঘাতের সাধারণ লক্ষণ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/health-drinks-1.jpg)
ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরবে এই ৩ পানীয় নিয়মিত খেলে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Sundarban-4.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২: চলমান সুন্দরবন
চিকিৎসা
সংশমন চিকিৎসা বাড়িতেই সহজে করা যায়
চূর্ণ হিসেবে
ক্বাথ বা পাচন হিসাবে
বটি হিসাবে
রসৌষধী হিসাবে
ঘৃত ঔষধি
তৈল হিসেবে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/samayupdates_kyablader-chotobela-4.jpg)
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৪: এ শুধু অলস মায়া?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/hair-care.jpg)
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৫: আমাদের নাকি রোজই চুল পড়ে!
আসব বা আরিষ্ট হিসাবে
পিষ্টি হিসাবে