ছবি: প্রতীকী। সংগৃহীত।
কুষ্ঠ এই শব্দের আক্ষরিক অর্থ হল, যা শরীরের ত্বককে বিকৃত ও কুৎসিত করে। সুতরাং এই যুক্তিতে প্রায় সমস্ত ধরনের চর্মরোগই কুষ্ঠ।
কুষ্ঠ রোগের নিদান বা কারণ
আহার গত কারণ
বিহার গত কারণ
অন্যান্য কারণ
রোগ উৎপত্তির ক্রম বা সম্প্রাপ্তি
অ্যালার্জির সমস্যায় নাজেহাল? চিন্তা নেই—আয়ুর্বেদে রয়েছে মুশকিল আসান
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৯: সুন্দরবনের জঙ্গল-জননী বিশালাক্ষী
কুষ্ঠ রোগের প্রকারভেদ
১১ প্রকার ক্ষুদ্রকুষ্ঠ
রোগের লক্ষণ
মহাকুষ্ঠ রোগের বিশেষ লক্ষণ
ঔদুম্বর কুষ্ঠ
মন্ডল কুষ্ঠ
ঋষ্যজিহ্ব কুষ্ঠ
পুণ্ডরিক কুষ্ঠ
সিধ্ম কুষ্ঠ
কাকনক কুষ্ঠ
সুতরাং উপরিউক্ত লক্ষণগুলি বিচার করে বলা যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের লেপ্রসি আয়ুর্বেদের মহাকুষ্ঠ নামক রোগের লক্ষণাবলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই ত্বকগত রোগ মাইক্রো ব্যাকটিরিয়াম লেপ্রসি নামক জীবাণুর সংক্রমণে ঘটে থাকে,যে জীবাণু যক্ষা রোগ কারক জীবাণুর সাথে সাদৃশ্য যুক্ত। একে হ্যান্সেন ডিজিজ-ও বলা হয়।
অমর শিল্পী তুমি, পর্ব-8: চলতি কা নাম কিশোর
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১০: রাজ ও স্প্যানিশ
১১ প্রকার ক্ষুদ্র কুষ্ঠের বিশেষ লক্ষণ
এককুষ্ঠ
চর্মাক্ষ কুষ্ঠ
কিটিভ কুষ্ঠ
বিপাদিকা
অলসক
দদ্রু
চর্মদল
পামা
বিস্ফোট
শতারু
বিচর্চিকা
চিকিৎসা
চিকিৎসার সিদ্ধান্ত
চূর্ণ ঔষধ
বটি
ক্বাথ বা পাচন
আসব বা অরিষ্ট
ঘৃত
তৈল
প্রলেপ
রসৌষধি
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-২০: অক্টোবর মাসের ষোলো, কী হল! কী হল?
পরিযায়ী মন, পর্ব-৮: চোখিধানির জগৎখানি
পথ্য