ছবি: প্রতীকী।
২০১৭ সালের এক পরিসংখ্যানে দেখা যায় যে, প্রায় এক লক্ষ অ্যাসাইটিস রোগের মধ্যে ৬০ হাজার জনের অ্যাসাইটিসের কারণই হল সিরোসিস অব লিভার। এই সময়ে সারা পৃথিবীর জনসংখ্যার নিরিখে প্রায় প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ১৪০০ মানুষ লিভারের সিরোসিস রোগে আক্রান্ত। অত্যন্ত আতঙ্কিত হওয়ার বিষয় হল যে, যত মানুষ লিভারের সিরোসিসে আক্রান্ত হন তার প্রায় ৩৩ শতাংশের কারণই হল মদ্যপান। এদের মধ্যে স্বভাবতই মহিলাদের চাইতে পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। দেখা যাক্ আয়ুর্বেদ শাস্ত্র এই উদরি বা অ্যাসাইটিস রোগকে কীভাবে ব্যাখ্যা করেছে এবং তার যথাযোগ্য প্রতিকারের বিধানই বা কি দিয়েছে?
প্রকারভেদ
আয়ুর্বেদশাস্ত্র উদর প্রদেশের বা পেটের অস্বাভাবিক ফোলা ভাবকে উদর রোগ বলে আখ্যায়িত করে, তার কতগুলো প্রকারভেদকে উল্লেখ করেছে। যেমন—
শাস্ত্রে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে, যদি প্রথম সাত রকম উদর রোগ ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে এই কষ্টসাধ্য বা অসাধ্য জলোদর রোগ দেখা দেবে।
বিধানে বেদ-আয়ুর্বেদ: বার বার মূত্রত্যাগের বেগ, কিন্তু প্রস্রাব আটকে যায়? আয়ুর্বেদে রয়েছে সফল চিকিৎসা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৬: মাছের তেল হার্ট অ্যাটাক আটকায়?
রোগের নিদান বা কারণ
উৎপন্ন হওয়া আম বা অপাচিত অন্নরস বায়ু দ্বারা বাহিত হয়ে জলবাহী সূক্ষ্ম স্রোত সমষ্টিতে স্থান সংশ্রয় করে এবং স্রোতের বা সূক্ষ্ম জল বহনকারী চ্যানেল কে অবরুদ্ধ করে, ফলে জল তার স্থান থেকে নির্গত হয়ে ত্বক এবং মাংসের মধ্যবর্তী স্থানে জমে গিয়ে এই জলোদর রোগ উৎপন্ন করে। এই জলোদর রোগ বিভিন্ন নামে পরিচিত যেমন দকোদর, উদকোদর, জাতোদর ইত্যাদি।
জলোদর উৎপন্ন হওয়ার আগে কিছু লক্ষণ প্রকাশ করে, যাকে পূর্বরূপ বলা হয়। যেমন খিদে কমে যাওয়া, মুখের স্বাদে অকারণে মিষ্টত্ব আসা, তৈলাক্ত বা গুরুপাক খাবার অত্যন্ত দেরিতে হজম হওয়া, পেটে ভারবোধ হওয়া, ক্রমশঃ দুর্বল হয়ে পড়া, অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া বা হাঁফ ধরা, পেটে বায়ু ঘুরে বেড়ানো, পেটের উপরের শিরাগুলি নজরে চলে আসা ইত্যাদি।
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৭: কবিকন্যার সঙ্গে নগেন্দ্রনাথের সম্পর্কের অবনতি ঘটলেও কবির সঙ্গে ঘটেনি
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৫: আমার পায়ে ঝিঁ ঝিঁ, আমি জ্ঞান হারিয়েছি
রোগের প্রকারভেদ
অপর প্রকারভেদ
জলোদরের সাধারণ লক্ষণ
সাধ্যাসাধ্যত্ব
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১১: অধীনস্থ কর্মীদের উৎসাহ দিয়ে মানবসম্পদকে কী করে ব্যবহার করতে হয় সে বিদ্যা সুদক্ষ শাসকের থাকা উচিত
রোগের চিকিৎসা
আয়ুর্বেদের নিত্য বিরেচন
অন্যান্য রসৌষধী
বটি হিসেবে
চূর্ণ হিসাবে
ক্বাথ বা পাচন হিসাবে
অরিষ্ট হিসাবে
অর্ক ঔষধি হিসাবে
গা ছমছমে ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-৯: মোহাবিষ্ট মায়াবী কণ্ঠস্বর, চেনা বলার ঢং, তবে কি মোহিনী?
বিচিত্রের বৈচিত্র: মাই নেম ইজ গওহর জান—ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অঘোষিত বিপ্লব এনেছিলেন এই শিল্পী
রসায়ন চিকিৎসা
খাদ্য হিসেবে
এক্ষেত্রে বলে রাখা ভালো, জলপানের উপর ও জলীয় খাদ্য খাবার গ্রহণের উপর বিধিনিষেধ জারি রাখা হয়। কারণ শরীরের জল ভাব কমিয়ে আগ্নেয় ভাব বৃদ্ধি করা অর্থাৎ মন্দাগ্নি অবস্থা থেকে রোগীকে সমাগ্নিতে নিয়ে আসাই হল চিকিৎসার মূল চাবিকাঠি। তাই যদি জলোদর রোগের সঠিক চিকিৎসা পেতে চান, তবে সঠিক বৈদ্যের উপদেশ ও নির্দেশ পালন একান্ত কর্তব্য।
পথ্য