শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাস্তুশাস্ত্র মতে, আটটি দিক আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। বাস্তুশাস্ত্রের সঠিক প্রয়োগে এই প্রভাব মানব জীবনে সুখ-সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির সহায়ক হতে পারে। কোন দিকের প্রভাব কেমন?
 

একঝলকে জেনে নিন কোন দিকের কী প্রভাব

 

উত্তর দিক

●অধি দেবতা: এ দিকে অধি দেবতা হল কুবের, সোম বা চন্দ্র।
●গুরুত্ব: উত্তর দিক মিত্রস্থান নির্দেশ করে। তাই উত্তর দিক আবদ্ধ রাখা উচিত নয়।
 

দক্ষিণ দিক

●অধিদেবতা: এ দিকে অধিষ্ঠাত্রী দেবতা হলেন যম।
●গুরুত্ব: দক্ষিণ দিক সমৃদ্ধি কারণ। জীবনের সুখ শান্তি ও প্রফুল্লতা বিকাশে সহায়ক হয়।

আরও পড়ুন:

বিবাহিত? প্রেমের সম্পর্কে রয়েছেন? জেনে নিন গ্রহের স্থান কিরকম থাকলে সম্পর্ক মজবুত ও মসৃণ হয়

বাস্তুবিজ্ঞান: বাস্তুপুরুষ ঠিক কী?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৩: যার কাছে টাকা-পয়সা থাকে এ জগতে সেই হল পণ্ডিত

গাড়িতে উঠেই কি বাতানুকূল যন্ত্রটি চালিয়ে দেন? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

 

পূর্ব দিক

●অধি দেবতা: পূর্ব দিকের অধিকর্তা হলেন ইন্দ্র ও সূর্য।
●গুরুত্ব: শাস্ত্র মতে এই দিকটি পৈতৃক স্থান। স্থায়ীভাবে বসবাসের জন্য বাসগৃহ তৈরির সময় জমির পূর্ব দিকটি খোলামেলা রাখা প্রয়োজন। পূর্ব দিকটি আবদ্ধ থাকলে গৃহস্বামীর স্বাস্থ্যহানির আশঙ্কা দেখা যেতে পারে।
 

পশ্চিম দিক

●অধি দেবতা: পশ্চিম দিকের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ।
●গুরুত্ব: পশ্চিম দিকটিক গৃহকর্তার যশ, মান-সম্মান, সর্বকার্যে সফলতা প্রদানে প্রভাব বিস্তার করে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬১: চাষাবাদ নিয়েও রবীন্দ্রনাথ ভেবেছেন

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৭: অর্থনীতির প্রান্তিকতায় নারী এবং তার প্রাতিষ্ঠানিক রূপ

নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস

 

ঈশান কোণ

●অধি দেবতা: ঈশান কোণের অধিদেবতা সোম অর্থাৎ শিব।
●গুরুত্ব: এই কোণ বংশবৃদ্ধি কারক। সুতরাং এই দিকটি যথা সম্ভব দোষমুক্ত রাখা উচিত।
 

নৈঋত কোণ

●অধি দেবতা: এই কোণের অধি দেবতা নৈঋতি।
●গুরুত্ব: নৈঋত দিকটি গৃহস্বামী ও গৃহের অধিবাসীদের কর্তব্য দায়িত্ব ও প্রতিপালনীয় আচার ব্যবহারকে প্রভাবিত করে।

আরও পড়ুন:

অমরনাথের পথে, পর্ব-৪: বরফমোড়া পথে অতি সাবধানে ধীরে এগিয়ে চলি মহাগুনাস পাসের দিকে

পঞ্চমে মেলোডি, পর্ব-৯: ‘মেরা কুছ সামান…’ গানে সুর দেওয়ার প্রস্তাবে গুলজারকে পত্রপাঠ বিদায় জানান পঞ্চম

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২: সকালবেলার আগন্তুক

 

অগ্নি কোণ

●অধি দেবতা: অগ্নি কোণের অধিষ্ঠাত্রী দেবতা হলেন অগ্নি।
●গুরুত্ব: এই কোন সুস্থ সবল নীরব স্বাস্থ্য প্রদানে প্রভাব বিস্তার করে।
 

বায়ু কোণ

●অধি দেবতা: বায়ু কোণের অধি দেবতা মরুত্।
●গুরুত্ব: এই কোণটি গৃহস্বামী লোক সম্বন্ধ প্রদান করে। অর্থাৎ বহু লোকের সঙ্গে গৃহস্বামী সম্পর্ক স্থাপনে এই কোণ প্রভাব বিস্তার করে। এই সম্পর্ক ভালো বা মন্দ উভয়ই হতে পারে। বায়ু কোণের শুভ প্রভাবে মিত্র লাভ হয়। অশুভ প্রভাবে শত্রু বৃদ্ধি ও বিভিন্ন হানির সম্ভাবনা বৃদ্ধি পায়।

যোগাযোগ: ৭০৪৪৫৫৮৭৫৬

* ভবিষ্যবাণী (astrology articles): শ্রীময়ী গঙ্গোপাধ্যায়, (Saeemayee Ganguli) বিশিষ্ট জ্যোতিষ, বাস্তু ও সংখ্যাত্ত্ব বিশেষজ্ঞ।

Skip to content