শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ব্যক্তি প্রথম পরিচয় তাঁর নাম। তাই এই নাম ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক ব্যক্তি নামের নানান অর্থ থাকতে পারে। সেই ব্যক্তির জীবনে তাঁর নাম নানান প্রভাব বিস্তারও করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে নিজের সন্তানের নামকরণের আগে জ্যোতিষের সাহায্য নেন মা-বাবা। তারপর সন্তানের জন্মের দিন, তারিখ, রাশি, নক্ষত্র বিচার করে তার নামের প্রথম অক্ষর চূড়ান্ত করেন জ্যোতিষীরা।

অধিকাংশ ব্যক্তিই জন্মরাশি অনুযায়ী সন্তানের নাম রাখেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২৭টি নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্রের চারটি করে পদ থাকে। এবার কোন জাতক-জাতিকা কোন নক্ষত্রের কোন পদে জন্মেছে সেই অনুযায়ী যদি তার নামকরণ করা যায় তাহলে জীবনের সাফল্য পূর্ণমাত্রায় পাওয়া সম্ভব। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ব্যক্তির নামের প্রথম অক্ষর জানা থাকলে, তা দিয়ে তাঁর জীবন সম্পর্কেও জানা যায়। এর মাধ্যমে ব্যক্তির স্বভাব, পছন্দ, অপছন্দ, কেরিয়ার ইত্যাদি জানা যেতে পারে।
 

‘এ’ (A) দিয়ে শুরু নামের ব্যক্তির চরিত্রিক বৈশিষ্ট্য

যাঁদের নাম ইরেজির ‘এ’ (A) দিয়ে শুরু হয় তাঁরা খুবই আত্মবিশ্বাসী হন। সেই সঙ্গে এঁরা বেশ অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজে সবসময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। চরিত্র হিসেবে ‘এ’ অক্ষর দিয়ে শুরু নামের অধিকারীরা বেশিরভাগ স্বাধীনচেতা হন। সমস্ত কাজ কারবার হবে গৌণ মূলক। খুব বাস্তববাদী। এঁরা সম্মান দিতে জানে নিতেও জানে। কুঁড়েমি, ঢিলেমি ভাব এঁরা বোঝেন না। সর্বদা কর্মে ব্যস্ততার লোক। তাঁরা খুব দৃঢ় কিন্তু বেশ সোজা, পরিষ্কার কথা বলা পছন্দ করেন।

আরও পড়ুন:

ভবিষ্যবাণী: ভিন দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন? জেনে নিন গ্রহের কোন অবস্থানে আপনার বিদেশ যাত্রা পাকা হতে পারে

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

বিধানে বেদ-আয়ুর্বেদ, আমে কী কী পুষ্টিগুণ আছে? ফলের রাজা শরীরের লাভ না ক্ষতির কারণ? কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র?

স্বাদে-আহ্লাদে: বিকেল হলেই জমিয়ে প্রেম বা আড্ডা, সঙ্গে যদি থাকে ভেজিটেবিল চপ

 

জীবনযাত্রা

‘এ’ আধ্যক্ষর হলে জীবনের সমস্ত দিক থেকে ইতিবাচক করতে চান। এঁরা সবার সঙ্গে মিলেমিশে চলতে পারেন। সাধারণত যে কাজের হাত দেন, সেই কাজ শেষ করে ছাড়েন। এঁদের ভাগ্য মোটামুটি ভালো হয়। নিত্যনতুন উচ্চ স্তরের যোগাযোগ হয়। জীবনে বহুবার সুযোগ আসে।

‘এ’ (A) দিয়ে শুরু নামের ব্যক্তিদের কয়েকটি বিশেষ কয়েকটি গুণ

‘এ’ (A) অত্যন্ত শক্তিশালী বর্ণ। এঁরা গোটা পৃথিবীজুড়ে সাড়া জাগানোর ক্ষমতা রাখেন। সাধারণত প্রভাবশালী হন। যেকোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। এঁরা সাহসী, স্থিরচিত্ত আবার অন্যদিকে অন্যের সমালোচনা করে দমিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫: অল্প ক্ষতি স্বীকার করে হলেও ভবিষ্যতে বড় লাভের কথা চিন্তা করা দরকার

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৫: প্রশিক্ষণপ্রাপ্ত নবপ্রজন্ম-মীনমিত্রের পরামর্শে গ্রামগঞ্জেও মাছচাষ বিকল্প আয়ের দিশা দেখাতে পারে

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৯: উন্নয়নের কাণ্ডারী নির্ণয়ে পিতৃতান্ত্রিক পক্ষপাতিত্ব

এগিয়ে এসে দায়িত্ব নিতে চাইবেন। অন্যের তৈরি করা নিয়মের বদলে নিজের নিয়মে চলতে পছন্দ করেন। নিজের এতটাই আত্মবিশ্বাস থাকে যে, নিজের মতো করে সবাইকে পরিচালনা করতে চাইবেন।

এঁরা অ্যাডভেঞ্চারাস প্রিয়, সক্রিয় এবং হাসি-মজা করে থাকতে ভালোবাসেন।

প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মনের দুর্বলতার কথা কারও কাছে সহজে প্রকাশ করতে চাইবেন না।

নিজেকে সামনের মানুষের কাছে সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলে ধরবেন।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪: ভয়ংকর গর্ভ

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?

দশভুজা: ‘পুরুষ মানুষের কাজে হাত দিলে এমনই হবে, মহিলাদের এসব সাজে না’

 

জীবিকা

পেশা হিসেবে নেতৃত্ব দেওয়া, উদ্যোগপতি, শিক্ষক বা গবেষক হিসেবে কাজে বেশি সাফল্যের সুযোগ পাবেন।
 

নেতিবাচক দিক

অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নিজেকে নিয়ে এতটাই মগ্ন থাকেন যে মাঝেমধ্যে অন্যের ভূমিকা ও প্রচেষ্টাকে ছোট করে দেখেন।

যোগাযোগ: ৭০৪৪৫৫৮৭৫৬

* ভবিষ্যবাণী (astrology articles): শ্রীময়ী গঙ্গোপাধ্যায়, (Saeemayee Ganguli) বিশিষ্ট জ্যোতিষ, বাস্তু ও সংখ্যাত্ত্ব বিশেষজ্ঞ।

Skip to content