ছবি প্রতীকী।
কর্মী প্রভিডেন্ট ফান্ডে সদস্যদের জমা টাকার উপরে বাড়ল সুদের হার। মঙ্গলবার চলতি অর্থবর্ষের সুদের হার ঘোষণা করা হয়েছে। কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। গত বছর মার্চে ইপিএফের সুদ ছিল ৮.১ শতাংশ। অর্থাৎ এবার ০.০৫ শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে।
গত বছর ৮.১ শতাংশ হারে সুদ ঘোষণার পর গ্রাহকদের একাংশের ক্ষোভ প্রকাশ করেছিলেন। কারণ ১৯৭৭-৭৮ সালের পরে গত বছরের ৮.১ শতাংশ সুদের হারই ছিল সর্বনিম্ন। পিএফের প্রায় ৬ কোটি সদস্য আশা করে ছিলেন এ বছর সুদের হারে কিছুটা বাড়বে। তবে অনেকে মনে করছেন, প্রত্যাশা পূরণ করতে পারল না ইপিএফ।
আরও পড়ুন:
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১০: রেমন্ড কোপা এক কিংবদন্তি ফুটবল বাদশা
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন
দু’সপ্তাহে বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ! দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ হারও
নয়াদিল্লিতে পিএফ সংস্থার (ইপিএফও) অছি পরিষদের (সিবিটি) দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে সোমবার থেকে। সিবিটি সূত্রে খবর, মঙ্গলবার পিএফের সুদ নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে। সেই মতোই সুদের হার ঘোষণা করে দেওয়া হয়েছে। সিবিটির এই সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে সম্মতির জন্য। অর্থমন্ত্রকের ছাড়পত্র পেলে গ্রাহকেরা বর্ধিত হারে সুদ পাবেন।