বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

নতুন এআইএস অ্যাপ চালু করল আয়কর বিভাগ। আয়কর দাতাদের সুবিধার জন্য এই অ্যাপটি তৈরি করেছে আয়কর বিভাগ। জানানো হয়েছে, অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে এই অ্যাপ রয়েছে। ‘এআইএস ফর ট্যাক্সপেয়ারস’ নামের এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন করদাতারা। এটি ব্যবহার কের খুব সহজেই আয়কর রিটার্ন-সহ নানা পরিষেবা পেতে পারবেন করদাতারা।
আয়কর বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করদাতারা এই অ্যাপের মাধ্যমে বার্ষিক তথ্য বিবরণী (অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা এআইএস) এবং তাঁদের তথ্য সারাংশ (ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি বা টিআইএস) সহজে দেখে নিতে পারবেন। সেই সঙ্গে টিডিএস এবং টিসিএস সম্পর্কিত বিশদ বিবরণও দেখা যাবে।
আরও পড়ুন:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন

নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করালে মার্চেই বাতিল হতে পারে প্যান কার্ড! গ্রাহকদের সতর্ক করল আয়কর দফতর

এ ছাড়াও এই অ্যাপের সাহায্যে শেয়ার লেনদেন, লভ্যাংশ, সুদ, কর প্রদান, জিএসটি এবং আয়কর রিটার্ন সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে। এমনকি, প্রদর্শিত তথ্য সম্পর্কে প্রতিক্রিয়াও জানানো যাবে। এই অ্যাপের তথ্য দেখতে চাইলে প্রথমে অ্যাপের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্যান নম্বর দিতে হবে। আয়কর বিভাগ ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে আসা ওটিপি-র মাধ্যমে করদাতাদের পরিচয় যাচাই করে তবেই ছাড়পত্র দেবে।

Skip to content