শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

আমরা হয়তো জানি না, মানুষ বা বস্তু প্রত্যেক জিনিসের মধ্যেই ইতিবাচক বা নেতিবাচক এই দুই ধরনের শক্তি নিহিত থাকে। মানুষ যখন সেই জিনিস ব্যবহার করে, তখন সেই জিনিসের মধ্যে যে শক্তি আছে তা মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। তাই ফেংশুই বিশেষজ্ঞরা অন্যের জিনিস ধার করে ব্যবহার করাকে একদম নিষিদ্ধ বলে মনে করে থাকেন। তাঁদের মতে, এর ফলে মানুষের জীবনে নেমে আসতে পারে চরম বিপদ।
 

একঝলকে দেখে নিন কোন জিনিস ধার করে ব্যবহার করতে নেই

মানিব্যাগ

টাকা-পয়সার মতো অন্যের মানিব্যাগ ব্যবহার করাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।
 

কলম

কলম অন্যের কাছ থেকে ধার করতে নেই। তবে যদি একান্তই প্রয়োজন হয় ধার করার, তাহলে তা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে। কলম ধার করা খুব একটা ভালো বলে মনে করা হয় না জ্যোতিষশাস্ত্রে।

আরও পড়ুন:

ছেলেকে নিয়ে হেলিকপ্টারে চড়ে কোথায় বেড়াতে গেলেন অভিনেত্রী পরীমণি?

একঝলকে হাতের তালুর রং দেখে চিনে নিন মানুষ

 

টাকা-পয়সা

অন্যের কাছ থেকে টাকা-পয়সা ধার করা একেবারেই উচিত নয়। এতে নিজের দুর্ভাগ্যকেই আমরা নিজেরা ডেকে আনি আমাদের অজান্তে।
 

জামা-কাপড়

অন্যের ব্যবহার করা জামা-কাপড় ধার করে পরতে নেই। এর ফলে তার শরীরের নেতিবাচক শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে যায়। ফলে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।

আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

পর্দার আড়ালে, পর্ব-২৯: অমরগীতি ছবিতে রাজাবাবু চরিত্রে তরুণ মজুমদারের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

 

ঘড়ি

অন্যের কাছ থেকে ধার করে কখনও ঘড়ি ব্যবহার করতে নেই। কারণ এর ফলে তার খারাপ সময়কে নিজের অজান্তেই আপনি সঙ্গী করে নিচ্ছেন।
 

বিছানা

অন্যের ব্যবহার করা বিছানা ধার করে ব্যবহার করতে নেই। কারণ তার শরীরের নেতিবাচক শক্তি আপনার শরীরেও সঞ্চারিত হতে যায়। যার ফলে নানা দিক থেকে ক্ষতির সম্ভাবনা আসতে পারে।


Skip to content