রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কালবৈশাখীর প্রভাবে ঝড়বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে ঝোড়ো হাওয়াও। কোনও কোনও জায়গায় আবার শিলাবৃষ্টিও হয়েছে। দিন কয়েক ঝড়বৃষ্টি বন্ধ থাকলেও রবিবার থেকে ফের কালবৈশাখী স্বমহিমায় ফিরছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় রবিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এমনকি, সোমবার এবং মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন:

পর্ব-১১: ২৫ মার্চ গণহত্যা দিবস: পাকিস্তানের প্রতি ঘৃণা জানানোর ভাষাহারা একটি দিন

ষাট পেরিয়ে, পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১

হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তার পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আবহবিদেরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৩০ মার্চ নতুন করে প্রভাব বিস্তার করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। এটি ক্রমশ পূর্ব দিকে এগিয়ে যাবে। এর পাশাপাশি, রাজস্থান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তও রয়েছে। সেই সঙ্গে তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এ সব কারণেই দক্ষিণবঙ্গে বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১২: দক্ষ কর্মী নির্বাচন বনাম নারী সহকর্মী

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

তবে কলকাতা বা দক্ষিণের অন্য লেজায় শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Skip to content