রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

দিল্লি-সহ আশপাশের কিছু এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে। মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূকম্পন অনুভূত প্রায় ৪৫ সেকেন্ড ধরে মোট তিন দফায়। রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা-সহ রাজস্থান, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আফগানিস্তানের উত্তর-পশ্চিমাংশ ভূমিকম্পের উৎসস্থল। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ হতে পারে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরাল কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন:

আরও চোখধাঁধানো ‘পুষ্পা’র জগৎ! অল্লুর সঙ্গে কোন বলিউড তারকাকে দেখা যাবে?

দেশে তৈরি যানে নভশ্চরদের মহাকাশে পাঠাবে ভারত! দুর্ঘটনা থেকেও বাঁচাবে ইসরোর উন্নত প্রযুক্তি

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, মঙ্গলবার রাতের ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালার মাটির ১৮০ কিলোমিটার গভীরে। ওই রিপোর্টগুলিতে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের জেরে আফগানিস্তানে বেশ কিছু মানুষের মৃত্যু হতে পারে। পাক ভূপর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শুধু আফগানিস্তান নয়, তাজিকিস্তানেও এর ‘প্রভাব’ পড়তে পারে।

Skip to content