![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/weather-1-11.jpg)
কলকাতায় সোমবারও বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ হাওয়া অফিস সকাল সাড়ে ন’টা নাগাদ এক বিবৃতি জারি করে জানিয়েছে, সোমবার কলকাতার বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। হাওড়া জেলাতেও বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার অবস্থানের জেরেই এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি-বাদলার আবহাওয়া চলবে মঙ্গলবার পর্যন্ত।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Debatra-3.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-২৮: পূর্ণ অপূর্ণ-র মাঝে পথ দেখায় ‘দেবত্র’
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/women.jpg)
নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা
সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাওয়া দফতর কলকাতা এবং হাওড়া জেলার জন্য আলাদা করে হলুদ সতর্কতা জারি করেছে। এই সঙ্গে জানানো হয়, আগামী ২-৩ ঘণ্টায় দুই জেলাতেই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিক, উত্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগে থেকেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।