রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


আগেই আবহাওয়া পূর্বাভাস ছিল। সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা-সহ ১০টি জেলায় চলছে বর্ষণ। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। শনিবার রাত ৯টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে, চলতে পারে ঘণ্টা তিনেক। আবহাওয়া দফতর এ সময় সবাইকে বাড়ির বাইরে বার হতে বারণ করেছে।
হাওয়া দফতর জানিয়েছিল, কলকাতায় শনিবার রাতে বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ: অ্যাকোয়াপোনিক্স প্রযুক্তির প্রয়োগে উৎকৃষ্টমানের মাছ এবং গাছ বেড়ে উঠতে পারে

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১১: বন থেকে বনান্তরে

আলিপুর আবহাওয়া দফতর শনিবার এও জানিয়েছিল, বাংলায় আরও কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রবিবার এবং সোমবার। আগামী ২২ মার্চ মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
আরও পড়ুন:

দু’জনের মধ্যে মনের মিল থাকলেও নেই কোনও শারীরিক আকর্ষণ! তৈরি করা কি সম্ভব

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৯: ফেরেন্তস পুসকাস: দুটি দেশের হয়েই বিশ্বকাপ খেলেছেন

দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি কালবৈশাখীর জেরে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও।

Skip to content